রিপোর্ট অসন্তোষজনক, বন্দি নিখোঁজ মামলায় প্রশ্নের মুখে রাজ্য

রিপোর্ট অসন্তোষজনক, বন্দি নিখোঁজ মামলায় প্রশ্নের মুখে রাজ্য

কলকাতা: প্রেসিডেন্সি জেলের নিখোঁজ বন্দি রঞ্জিত ভৌমিক মামলায় আদালতের প্রশ্নের মুখে রাজ্য। জেলের সুপারের রিপোর্ট দেখে একেবারেই সন্তুষ্ট নয় আদালত। বিচারপতির প্রশ্ন, কী করে সূর্যাস্তের পর বন্দিকে জেল থেকে ছেড়ে দেওয়া হল? কেউ কি জেলের নিয়ম জানেন না, প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের। সিসিটিভির ফুটেজ এবং আসল ডকুমেন্ট নিয়ে জেলের সুপারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি নির্দেশ, পুনরায় জেলকে রিপোর্ট দিতে হবে। পরিবারের হাতে সেই ব্যক্তিকে তুলে দেওয়া তাদের দায়িত্ব। জেলের সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে। জেলের সুপার আসল ডকুমেন্ট নিয়ে আদালতে হাজির হবেন। আগামী ৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

গত ৬ ডিসেম্বর বাগনান থানা এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে বেআইনি মদ বেচার অভিযোগে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। উলুবেরিয়া আদালতে পুলিশ তাকে হাজির করলে আদালত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। মহকুমা সংশোধনাগার থেকে গত ১২ ডিসেম্বর শারীরিক সমস্যার কারণে তাকে স্থানান্তর করা হয় প্রেসিডেন্সি জেলে। গত ২১ ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে পরের দিন অর্থাৎ ২২ ডিসেম্বর তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রেসিডেন্সি জেলে যায় পরিবার। কিন্তু অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখার পরে জেল কর্তৃপক্ষ তাদের জানায় যে, রঞ্জিত ভৌমিককে ২১ ডিসেম্বরই জেল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পরিবারের প্রশ্ন, আদালতের জামিনের নির্দেশ তাদের কাছে অথচ প্রয়োজনীয় নথি ছাড়া কিভাবে ছেড়ে দেওয়া হলো একজন বন্দিকে। সন্ধান না মেলায় প্রথমে তারা হেস্টিংস থানায় যায়। কিন্তু অভিযোগ না নেওয়ায় ফের তারা আলিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পরে কলকাতা হাইকোর্টের অবসরকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পরিবার‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 19 =