গোটা শহর কি আন্দোলনের জায়গা? প্রশ্ন তুলল হাইকোর্ট

গোটা শহর কি আন্দোলনের জায়গা? প্রশ্ন তুলল হাইকোর্ট

কলকাতা: গোটা কলকাতা কি বিক্ষোভ আর আন্দোলনের জায়গা হয়ে উঠবে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বিক্ষোভের অধিকার আছে। তবে সেটা নির্দিষ্ট সময়ের জন্য হওয়া দরকার। দিনের পর দিন চলতে পারে না। এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের। তিনি এই প্রসঙ্গে তদন্তে আস্থা রাখার বার্তা দিয়েছেন প্রতিবাদীদের।

আরও পড়ুন- ‘দুর্নীতি’-র পাকে SSC! অস্বচ্ছতা রুখতে পরীক্ষা পদ্ধতিতেই বড় বদল আনতে চলেছে কমিশন

আন্দোলনকারীদের প্রতি বিচারপতির বার্তা, প্রতিবাদ আর কতদিন করবেন। প্রতিবাদ কখনও ভায়োলেন্স হতে পারে না। সিবিআই তদন্ত করছে, আস্থা রাখুন কিছু একটা হবে। গোটা কলকাতাকে আন্দোলনের স্থল করতে দেওয়া যায় না। এমনটাই স্পষ্ট করে দিয়ে মন্তব্য বিচারপতির। আসলে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা চাকরিপ্রার্থীরা বিক্ষোভের আবেদন জানায়। রাজ্যের দাবি, আন্দোলনকারীরা তিনদিনের নামে দিনের পর দিন বিক্ষোভ করেছে। পুলিশের সঙ্গে অসভ্য ব্যবহার করেছে। এই প্রেক্ষিতেই রাজ্যের কাছে হলফনামা তলব করেছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর।

একাধিক ক্ষেত্রে নিয়োগের দাবিতে শহর জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ চলছে। ধর্মতলায়, বিকাশ ভবনের সামনে, গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে চাকরিপ্রার্থীদের। লাগাতার এই আন্দোলন চলছে যা থামবে কবে কেউ জানে না। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা ‘বঞ্চিত’, রাজ্য সরকার তাদের দাবি মেনে নিলে অবস্থান থেকে অবশ্যই সরে আসবে তাঁরা। কিন্তু তার উপক্রমই হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + sixteen =