কলকাতা: ডিএ মামলায় কেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি হবে না? এই প্রশ্ন তুলে নতুন করে আদালতের দ্বারস্থ কর্মচারী সংগঠনগুলি। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৪ নভেম্বরের মধ্যে তাদের হলফনামা দিতে হবে।
আরও পড়ুন- DA মামলায় ফের ধাক্কা রাজ্যের, রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ হাই কোর্টে
আসলে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে কেন জারি হবে না আদালত অবমাননার রুল? ব্যাখ্যা চেয়ে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ নভেম্বর। মহার্ঘ ভাতা মামলায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে কর্মচারী সংগঠনগুলি। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এই ইস্যুতে আবার রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠনগুলি। তাদের সাফ বক্তব্য, শুধু আইনি লড়াই নয়, এর পর রাস্তাতেও নামবে তারা, শেষে বকেয়া আদায় করেই ছাড়বে।
নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটানোয় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলা বিচারাধীন রেখেছে হাইকোর্ট। সেই মামলার শুনানি হবে আগামী ৭ নভেম্বর। তবে এই অবমাননার রুল মামলা আলাদা করে নজরে রাখছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই মেয়াদ শেষ হয়ে যায়। এরপরেই রাজ্যের তরফে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। কিন্তু, সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে।