Aajbikel

স্কুল মিষ্টির দোকান নয়! ফি বৃদ্ধি মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

 | 
হাইকোর্ট

কলকাতা: বেসরকারি স্কুলে বার্ষিক ফি বৃদ্ধি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী দাবি করেন যে, অনেক স্কুল ফি বাড়ানোর আগে সরকারি অনুমতি নেয় না। সেই দাবি শুনে তার প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, স্কুল মিষ্টির দোকান নয় যে ইচ্ছা মত দাম নির্ধারণ করা হবে। 

শহরের দু'তিনটি নাম করা স্কুলের অস্বভাবিক ফি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার আজকের শুনানিতেই এই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। স্পষ্টভাবে জানান হয়েছে, কী নিয়মে ফি বাড়াতে পারে বেসরকারি স্কুল, তা আগামী শুনানিতে জানাতে হবে সব পক্ষকে। এক্ষেত্রে রাজ্যের মন্তব্য শুনে যে ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি তেমনই বলা চলে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন।

এদিন মামলার শুনানিতে বেশ কয়েকটি স্কুলের নাম উল্লেখ করা হয় যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ। মামলাকারীদের দাবি, ওইসব স্কুলে গত বছর ও এ বছর ফি বৃদ্ধির হার দ্বিগুণ। আর রাজ্যের দাবি, বেসরকারি স্কুলের ফির বৃদ্ধির জন্য রাজ্য সরকারের অনুমতি নিতে হয়, কিন্তু তারা নেয় না, তাই রাজ্যও ফি বৃদ্ধির বিষয়ে জানতে পারে না। 

Around The Web

Trending News

You May like