আমতায় বোমা বিস্ফোরণ-মৃত্যু মামলায় রিপোর্ট তলব, থানার আইসি’কে নিয়ে প্রশ্ন

আমতায় বোমা বিস্ফোরণ-মৃত্যু মামলায় রিপোর্ট তলব, থানার আইসি’কে নিয়ে প্রশ্ন

কলকাতা: হাওড়ার আমতায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণ এবং মহরম আলী নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এসপির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আইও-র তদন্ত প্রক্রিয়ার রিপোর্ট জমা দিতে হবে এসপিকে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, “আমতা থানার আইসি কি এখনও নিজের পদে থাকতে পারেন? তদন্ত করতে হবে, তাই তদন্ত করেছেন আইও।” এমনই পর্যবেক্ষণ হাইকোর্টের।

আরও পড়ুন- অভিষেককে নিয়ে শুভেন্দুর ব্যক্তিগত আক্রমণ বাংলার সংস্কৃতি বিরুদ্ধ, ফুঁসে উঠল তৃণমূল

আমতায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় মহরম আলীর। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে মৃত্যু হয়েছিল তার। এই মৃত্যুর কথা নাকি জানতেনই না আমতা থানার আইসি। সেই কারণেই মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আবেদন, তদন্তভার দেওয়া হোক এনআইএ-র হাতে। এই ঘটনায় রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের হয় কড়েয়া থানাতেও। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হন আমতা থানার আইসি। সেখানেই স্পষ্ট জানানো হয়, কড়েয়া থানায় কেস হওয়ার পর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন।

গত ২৩ ফেব্রুয়ারি আমতায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের পর ২৮ তারিখ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে মৃত্যু হয় মহরম আলীর। কড়েয়া থানায় মামলা হওয়ার পর সেই ইস্যু চলে আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী বৃহস্পতিবার রিপোর্ট জমা দিতে হবে এসপিকে। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *