Aajbikel

বেহালা থেকে কাকদ্বীপ, ১৪ দিনের মধ্যে রাস্তার দু’পাশে জবরদখল উচ্ছেদের নির্দেশ দিল হাই কোর্ট

 | 
হাইকোর্ট

কলকাতা:  রাস্তার জবর দখল নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও পূর্ত দফতরকে রীতিমতো তুলোধোনা করল উচ্চ আদালত৷ বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, বেহালা থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার রাস্তার দু’ধারে থাকা সমস্ত সরকারি জমির দখল উচ্ছেদ করতে হবে। আগামী ১৪ দিনের মধ্যেই উচ্ছেদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- রাজ্যে সভা-মিছিল করার বিধি তৈরি করল হাইকোর্ট, ক্ষমতা 'কমলো' থানার

ডায়মন্ড হারবারের কুলপি লাগোয়া করণজলি বাজার এলাকায় সরকারি জমির বেআইনি দখল উচ্ছেদ মামলায়, আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্য পূর্ত দফতরের আধিকারিকদের এদিন তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি৷ এই অঞ্চলে আগেই উচ্ছেদের নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু, সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি৷ 

এই বিষয়ের উপর আদালতের নজর রয়েছে৷ আদালত এটা দেখছে যে, নির্দেশ পালন করতে অপ্রয়োজনীয় দেরি করেছে পূর্ত দফতর৷ জেলাশাসক গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট দেবেন। কেন নির্দেশ কার্যকর করতে দেরি হচ্ছে, এর পিছনে কার কার হাত রয়েছে, তা অনুসন্ধান করে রিপোর্ট দেবেন আদালতে।  এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ২৯ মার্চের মধ্যে এই নির্দেশ কার্যকর করে ৩১ মার্চ আদালতে এসে জানাবেন।

আদালতের ভর্ৎসনা, ‘‘সরকারি জমি দখল করে বসে রয়েছে দখলদাররা। আপনাদের জন্য দখলদাররা সুবিধা পেয়ে যাচ্ছে। ইচ্ছেকৃতভাবে আপনারা দখলদারদের সুবিধা পাইয়ে দিচ্ছেন। আপনারা বুঝিয়ে দিয়েছেন আপনারাই বিষ্ণুর অবতার।’’  প্রসঙ্গচ, তৃণমূল সরকার উচ্ছেদের বিপক্ষে। একথা মুখ্যমন্ত্রীর মুখে প্রায়ই শোনা যায়। এই নির্দেশের পরে রাজ্য সরকার কী পদক্ষেপ করবে, সেটাই কৌতূহলের বিষয়। অনেকের মতে, যে এলাকায় উচ্ছেদের কথা হাই কোর্ট বলেছে, তার অধিকাংশটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্রের অন্তর্গত। তাই এই নির্দেশ কার্যকর করার বিষয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার তথা পূর্ত দফতর কী ভূমিকা নেয় সেটাই দেখার।

Around The Web

Trending News

You May like