Aajbikel

হেরিটেজ ভবন যেন না ভাঙা হয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যকে নির্দেশ

 | 
হাইকোর্ট

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন যেন আর না ভাঙা হয়, এই বিষয়ে নজর দিতে হবে রাজ্যকে। আর যদি ভাঙা হয়, তাহলে তার জবাবদিহি রাজ্যকেই করতে হবে। স্পষ্ট জানিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

আরও পড়ুন - ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত,ভঙ্গ হবে শীতের আমেজ? যা জানাচ্ছে হাওয়া অফিস

এই মামলায় মূল অভিযোগ করা হয়েছে, হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে নতুন নির্মাণ হয়েছে। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিস হয়েছে বলে দাবি। এছাড়াও বাকি দুটো ঘর ভাঙার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এমনও দাবি করা হয়েছে যে, ঘরে কবিগুরুর পরিবর্তে রাজনৈতিক নেতাদের ছবি ঝোলানো হয়েছে। আগামী ২১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

Around The Web

Trending News

You May like