পেনশন পাননি শিক্ষক, প্রধান শিক্ষক-পরিদর্শকের বেতন বন্ধের হুঁশিয়ারি হা‌ইকোর্টের

পেনশন পাননি শিক্ষক, প্রধান শিক্ষক-পরিদর্শকের বেতন বন্ধের হুঁশিয়ারি হা‌ইকোর্টের

কলকাতা: করোনা মহামারীর কঠিন সময়ে অবসর নেওয়া শিক্ষকের পেনশন পেতে যাতে দেরি না হয়, তা নিশ্চিত করতে আগেই নির্দেশ দিয়েছিল রাজ্য৷ অভিযোগ, তারপরেও নির্দেশ মতো কাজ হচ্ছে না৷ করোনা-কালে অবসর নেওয়া শিক্ষকদের চূড়ান্ত সমস্যার মুখোমুখি হওয়ায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট৷

অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে  সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদশর্ক ও বিদ্যালয়টির প্রধান শিক্ষকের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা৷ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগস্ট মাস শেষ হওয়ার আগে করোনা আবহে অবসর নেওয়া শিক্ষকদের পেনশন যাতে ঠিকঠাক পেয়ে যান, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট বিভাগকে৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মামলার পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছেন, আগস্ট মাসের মধ্যে তা না হলে প্রধান শিক্ষক ও জেলা স্কুল পরিদর্শকের সেপ্টেম্বর মাসের বেতন আটকে দেওয়া হতে পারে৷ সেইসঙ্গে যাঁরা সরকারি নির্দেশ অনুসরণ করেননি, তাঁদের বিরুদ্ধেও যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে প্রিন্সিপাল সেক্রেটারিকে৷ পেশন চালু করার কাজ করাতে বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়া বেশ তাৎপর্য পূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

মামলাকারী আমিনুল হক আদালতে জানান, গত ৩০ এপ্রিল তিনি অবসর নিয়েছেন৷ কিন্তু, আগস্ট চলে এলেও তিনি পেনশন পাননি৷ তাঁর আশঙ্কা স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক পরিস্থিতির সুযোগে তাঁকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে চাইছেন৷ এই অভিযোগের ভিত্তিতে চলে মামলার শুনানি৷ আদালত সূত্রে খবর, ১৫ দিন পরে মামলাটি যখন ফের শুনানির জন্য আসবে, তার আগে প্রধান শিক্ষক, জেলা স্কুল পরিদর্শক ও প্রিন্সিপাল সেক্রেটারি সমস্যা সমাধানে কী কী ব্যবস্থা নিয়েছেন, সেই সংক্রান্ত রিপোর্ট দাখিল করতে হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *