করোনা হাসপাতালে কেন নিষিদ্ধ ফোন? জানতে চাইল হাইকোর্ট

করোনা হাসপাতালে কেন নিষিদ্ধ ফোন? জানতে চাইল হাইকোর্ট

1b33139b31575594296637486f69ab44

কলকাতা: করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে রাজ্য সরকার৷ কারণ, আপনার হাতের মোবাইল ফোনটি করোনা সংক্রমণের জন্য উপযুক্ত, সেই বিষয়ে ডাক্তারবাবুকে কোনও সন্দেহ নেই৷ এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, কোভিড ১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই চিকিৎসকরা মোবাইল ফোন ও বাড়ির দরজার হাতল ছিটকিনি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন৷ কিন্তু, কেন করোনা হাসপাতালে নিষিদ্ধ ফোন ব্যবহার? প্রশ্ন তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামালয় এবার রাজ্যের অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাইকোর্ট৷

আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ করোনা হাসপাতাল মোবাইল ব্যবহারের অনুমতি চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি ওঠে৷ জরুরি ভিত্তিতে শুনানি হওয়া মামলায় আগামী ৭ মের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে বলেছে আদালত৷ কেন করোনা হাসপাতালে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না, রাজ্যকে এই মর্মে তাঁদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশ অনুযায়ী এই বিধিনিষেধ জারি করা হয়েছে৷ পাল্টা রোগীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিয়ে মামলাকারীদের তরফে মোবাইল ব্যবহারের অনুমতি চাওয়া হয়৷ পরে এই মর্মে রাজ্যের অবস্থান জানিয়ে আগামী ৭ মের মধ্যে রিপোর্ট দিতে বলে৷ ওই রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরবর্তী নির্দেশ দিতে পারে হাইকোর্ট সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *