কলকাতা: নেতাই গণ হত্যার তদন্তের গতি প্রকৃতি ও বিচারের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির আগে এই রিপোর্ট দিতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ১১ বছরে সিবিআই কি তদন্ত করল? নিম্ন আদালতে বিচার কত দূর? এই মামলা ইস্যুতে প্রশ্ন আদালতের প্রধান বিচারপতির।
৭ জানুয়ারি ২০১১ সালে লালগড় ব্লকের নেতাই গ্রামে গুলিতে ৯ জনের মৃত্যু হয়। সিপিএমের গুলিতে গণ হত্যার অভিযোগে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সিবিআই তদন্ত ও মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতি পূরণের দাবিতে মামলা হয়। রাজ্য ক্ষতি পূরণ দেয়। হাইকোর্টের নজরদারিতে সেই মামলা এখনও চলছে। চার্জ সিট জমা পরলেও এখনও অভিযুক্তরা সাজা পায়নি। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইকে তদন্ত ও বিচারের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করেন।
২০১১ সালের ৭ জানুয়ারি, বিধানসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের লালগড়-নেতাইয়ে সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ির সশস্ত্র শিবির থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় চার মহিলা-সহ ৯ জন গ্রামবাসী নিহত হন। আহত হন ২৮ জন। প্রথমে সিআইডি সেই ঘটনার তদন্ত করলেও পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। এপ্রিলেই ২০ জনের নামে আদালতে চার্জশিট দেয় তারা। তাতে অভিযুক্ত ২০ জনের মধ্যে আট জনকে ফেরার দেখানো হয়।