পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের হাইকোর্টে BJP, প্রয়োজন আছে কি? জানাবে কমিশন

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের হাইকোর্টে BJP, প্রয়োজন আছে কি? জানাবে কমিশন

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা:  আর মাত্র ৫ দিন পরেই কলকাতা পুরভোট৷ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিজেপি’৷ শীর্ষ আদালত সোমবার সেই মামলা ফেরাতেই কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা করল গেরুয়া শিবির৷ মঙ্গলবার দুপুর ২টোয় ছিল সেই মামলার শুনানি৷ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা, রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চায় আদালত৷

আরও পড়ুন- ফের বারাকপুরে গোষ্ঠী দ্বন্দ্ব! দলের ছেলেদের হাতেই প্রহৃত পদ্মত্যাগী রাজের অনুগামী!

এদিন শুনানির সময় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানান, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের মতামত জানাতে কিছুটা সময় লাগবে। বুধবার সকাল পর্যন্ত সময় চেয়ে নেন তিনি৷ এর পরেই বুধবার সকাল সাড়ে ১০টায় শুনানির সময় ধার্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা৷ পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু সুপ্রিম কোর্ট লেই মামলা ফিরিয়ে দেয়৷ শীর্ষ আদালত বলে, ‘আপনারা হাখ কোর্টে বিষয়টি জানান।’ এর পরেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে উপস্থিত হয় গেরুয়া শিবির।

বিজেপির অভিযোগ, দলীয় প্রার্থী পুর্ণিমা চক্রবর্তী সহ চার জনকে হুমকি দেওয়া হয়েছে৷ কিন্তু পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করছে না৷ ফলে তাঁরা প্রচার করতে পারছেন না৷ পুরভোট শান্তিপূর্ণ ভাবে হবে না বলেও তারা আশঙ্কা প্রকাশ করে৷ এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা৷ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে বলেই মত পদ্ম শিবিরের৷ 

অন্যদিকে আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে ত্রিপুরা পুরভোটের প্রসঙ্গে টেনে বলেন, ‘‘ত্রিপুরাতেও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু সংবাদমাধ্যমে প্রচারিত ভোট পরবর্তী হিংসার খবর কারও নজর এড়ায়নি।’’ কিন্তু বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, অন্যান্য রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাই স্বচ্ছ ভাবে কলকাতা পুরভোট করতে গেলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া উপায় নেই। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *