কলকাতা: এসএসসি নিয়োগ মামলা নিয়ে ইতিমধ্যেই সরগরম গোটা রাজ্য এবং ব্যাপক চাপে রয়েছে রাজ্য সরকার। গ্রুপ ডি পদে ইতিমধ্যেই ৫৪২ জনের ভুয়ো নিয়োগের অভিযোগ সামনে এসেছে। এবার এসএসসি গ্রুপ সি-তেও নিয়মবহির্ভূত কাজ হয়েছে বলে বিস্ফোরক তথ্য সামনে এল। এই প্রেক্ষিতেও কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে। মামলার শুনানিতে এক কর্মীর বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, পূর্ব মেদিনীপুর জেলায় গ্রুপ সি পদে প্রায় ৪০০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে এবং তার জন্যই ওই এলাকার এক বাসিন্দা মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ যে সংশ্লিষ্ট পদে যে ব্যক্তি রয়েছে সঙ্গে সঙ্গে তার বেতন বন্ধ করতে হবে। আরও জানা গিয়েছে, যে ৪০০ জনের কথা বলা হচ্ছে তাদের মধ্যে ইতিমধ্যেই সাড়ে ৩০০ জন এপোয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আগামী দু’দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং মধ্যশিক্ষা পর্ষদকেও সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত এসএসসি গ্রুপ ডি নিয়ে বিতর্ক বহাল ছিল। সেই মামলা কতদূর গড়াবে তা এখনো আন্দাজ করে বলা যাচ্ছে না। তার মধ্যে এবার এসএসসি গ্রুপ সি নিয়ে বড় অভিযোগ সামনে এল।
এই মামলার প্রেক্ষিতে এক অভিযোগকারী জানিয়েছে, বিভিন্ন মাধ্যম থেকে তারা জানতে পেরেছেন যে তাদের র্যাঙ্কে কোনো পরিবর্তন না হলেও নিয়োগ হতে পারে। তার পরেই তারা এই ইস্যুতে মামলা করেন এবং পরে জানতে পারছেন যে ইতিমধ্যেই সাড়ে ৩০০ জন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছেন। তাই হলো করে বলা যায় যে গ্রুপ ডি-র পাশাপাশি গ্রুপ সি নিয়োগ নিয়েও এখন জল গড়াবে অনেক দূর। ইতিমধ্যেই এই সুযোগে রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, বর্তমান রাজ্যের শাসক দল যা ইচ্ছা তাই করতে পারে। যারা ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করতে পারে তারা সবকিছু করতে পারে। গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি, কোনও কিছুই বাদ দেয়নি তৃণমূল। বাংলার মানুষ এইসব যত দেখবে ততো তাদের আইন-শৃঙ্খলার প্রতি আস্থা বাড়বে এবং বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারকে চিনতে পারবে তারা।