লালন মামলায় CID তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, আরও কড়া নির্দেশ

লালন মামলায় CID তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, আরও কড়া নির্দেশ

কলকাতা: সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিন জানা গেল, এই মামলার তদন্তে অসন্তুষ্ট আদালত। এখন নির্দেশ দেওয়া হয়েছে, আপাতত ভালো তদন্তের জন্য ডিআইজি দায়িত্ব নেবেন। ডিআইজি সিআইডি’র অধীনে এই তদন্ত হবে। এদিকে এও জানা গিয়েছে, এখনও পর্যন্ত লালন শেখের স্ত্রীর বয়ান নেওয়া হয়নি। কেন সেই কাজ হয়নি, তাও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- পুরি-সব্জি দিয়ে প্রাতরাশ, রাতে বেগুনপোড়া, থানার খাটে ‘নিশ্চিন্তে’ ঘুম কেষ্টর

লালনের স্ত্রী সিবিআইয়ের বিরুদ্ধে প্রথম থেকেই গুরুতর অভিযোগ এনেছেন। অথচ তার বয়ান রেকর্ড করা হয়নি এখনও? প্রশ্ন আদালতের। তবে বিচারপতি জয় সেনগুপ্তের এও জানতে চেয়েছেন, লালনের স্ত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত বলা হচ্ছে, তাহলে তিনি রোজ আদালতে আসছেন কী ভাবে? একই সঙ্গে তাঁর মন্তব্য, সিবিআই অফিসারদের ফোন নম্বর পেলেন কী ভাবে, এর তদন্ত হওয়া উচিৎ। তদন্ত যেভাবে চলছে আরও ভালোভাবে হওয়া উচিৎ। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে সিবিআই। গোয়েন্দা সংস্থার দাবি, লালন শেখের রহস্য মৃত্যু মামলায় এনএইচআরসি গাইডলাইন মেনে তদন্ত হচ্ছে না। ময়নাতদন্তের আগেই কেন এফআইআর, সেই প্রশ্নও তুলেছে তাঁরা।

রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। লালনের স্ত্রীর দাবি ছিল, সিবিআই তাঁকে মারধর করেছে তারপর খুন করেছে। লালনের আঙুল কেটে নেওয়া হয়েছিল বলেও দাবি তোলা হয়। এছাড়া হার্ড ডিস্ক পাওয়ার জন্য ঘুষ চাওয়া হয়েছিল এবং পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও সিবিআইয়ের বিরুদ্ধে তাঁদের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *