কলকাতা: দমদম জেলে বন্দি মায়ানমারের রোহিঙ্গাদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ ছাড়া কোথাও তাদের পাঠানো যাবে না। একই সঙ্গে আদালতের নির্দেশ, রোহিঙ্গাদের বাঁচার অধিকার যাতে কোনও ভাবে খর্ব না হয়, তার দিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে জেল কর্তৃপক্ষকেই সবকিছু নিশ্চিত করতে হবে। এদিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।
আরও পড়ুন- সারদা কাণ্ড: শুভেন্দুর বিরুদ্ধে থানায় মামলা, কেস ডায়েরি তলব হাইকোর্টের
২০১৬ সালে ৪ জন রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে আসে। ওই চারজন মহিলাকে মালদা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল। তাদের সবাইকে জেল এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। যদিও এরা ভারতেই থাকতে চায়। তাদের রিফিউজি কার্ড রয়েছে। ধৃত এই ৪ রোহিঙ্গা মুসলিমদের আদালতের নির্দেশ ছাড়া মায়ানমারে পাঠানো যাবে না বলেই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।
বেআইনি ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ধরা পড়ার পর থেকেই তারা দমদম জেলে বন্দী। তবে আগামী কাল তাদের মায়ানমারে চালান করা হবে বলে মৌখিক ভাবে জানতে পারে তারা। এর পরই সকলে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায় কলকাতা হাইকোর্টে। যদিও কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার জানিয়েছে এমন কোনও পরিকল্পনা তাদের নেই। উভয় পক্ষের বক্তব্য শোনার বিচারপতি জানান, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলেও আদালতের নির্দেশ ছাড়া তা কার্যকর করা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট।