Aajbikel

সরে যেতে হল বর্তমান চেয়ারম্যানকেও, ঝালদা পুরসভার দায়িত্বে মৃত কাউন্সিলরের স্ত্রী

 | 
ঝালদা

কলকাতা: ঝালদা পুরসভা নিয়ে বিতর্ক অব্যাহত। মঙ্গলবার পুরপ্রধান হিসাবে শপথ নিয়েছিলেন ঝালদা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের নির্দেশে তাঁর কাউন্সিলর পদই খারিজ হয়ে যায়। শীলাকে সরিয়ে তাঁর জায়গায় ঝালদা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুদীপকে পুরপ্রধানের দায়িত্ব দেয় রাজ্য সরকার। এবার তাঁকেও সরিয়ে দেওয়া হল। এক্ষেত্রে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 আরও পড়ুন- শব্দ দূষণ নিয়ে কী পদক্ষেপ? রাজ্যের কাছে উত্তর চাইল হাইকোর্ট

এদিন গোটা বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের আইনজীবী কৌস্তুভ বাগচী৷ সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী দিনে চেয়ারম্যানের পদ সামলাবেন মৃত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। এই নির্দেশের আগে ঝালদা পুরসভার চেয়ারম্যান হিসেবে সরিয়ে দেওয়া হয় সুদীপ কর্মকারকে। এই ইস্যুতে বিচারপতি এও মন্তব্য যে, ঝালদা পুরসভায় শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই চলছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি।

তৃণমূল কাউন্সিলকে দায়িত্ব আনার খবর প্রকাশ্যে আসতেই ষড়যন্ত্রের অভিযোগ আনে হাত শিবির। আদালতে যাওয়ার সিদ্ধান্ত তখনই নেয় তারা। যদিও বিষয়টিকে পাল্টা ‘প্রশাসনিক সিদ্ধান্ত’ বলে দায় এড়ায় তৃণমূল কংগ্রেস। কিন্তু কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরে। উলটে উজ্জীবিত কংগ্রেসের অন্দরমহল।

Around The Web

Trending News

You May like