কলকাতা: একবালপুরের ঘটনায় কলকাতা হাইকোর্ট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দিল আদালতের ডিভিশন বেঞ্চ। এছাড়া রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আদালতের স্পষ্ট বক্তব্য, একবালপুর সংঘর্ষের ঘটনা পুলিশের অপদর্থতার কারণেই ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন- মানিকের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ইডি হেফাজতেই থাকতে হবে তৃণমূল বিধায়ককে
ঠিক কী কী জানতে চেয়েছে আদালত? জানা গিয়েছে, ঘটনার তদন্তের গতিপ্রকৃতি, কত সম্পত্তি নষ্ট হয়েছে এবং তার ক্ষতিপূরণের রিপোর্ট চেয়েছে আদালত। একই সঙ্গে, সাম্প্রদায়িক সম্প্রীতির সঠিক রয়েছে কিনা, পুলিশ এফআইআর পরিপ্রেক্ষিতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তাও জানতে চায় আদালত। পাশাপাশি আদালতের বক্তব্য, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করবে পুলিশ এবং এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আদালতের আরও নির্দেশ, যাঁদের যাঁদের সম্পত্তি নষ্ট হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। হাইকোর্ট এও জানতে চায়, যে চারটি এফআইআর দায়ের করা হয়েছে সেগুলিতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে এবং কতজন গ্রেফতার হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে রিপোর্ট জমা দিয়ে আদালতে জানিয়েছে, আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি উদ্ধার হয়েছে। পাশাপাশি সংঘর্ষে জড়িত ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এদিকে, ৫ টি এফআইআর করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্র ধারায় মামলা রুজু করা হয়েছে। এনআইএ ২০০৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে আদালতে মামলাকারির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে, এই ঘটনার তদন্ত করুক এনআইএ। কিন্তু আদালত জানায়, এই মুহূর্তে কোনও আলাদা এজেন্সিকে দিয়ে তদন্তের প্রয়োজন নেই। তবে পুজা অবকাশকালীন ২ সপ্তাহের পর মামলার রিপোর্ট পেশ করার নির্দেশ।