Aajbikel

লেডি ম্যাকবেথের পর বাল্মীকি! SSC-কে নতুন তকমা কলকাতা হাই কোর্টের

 | 
বাল্মিকী

কলকাতা:  নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এর আগে নানা তকমা জুটেছে স্কুল সার্ভিস কমিশনের কপালে৷ এবার নয়া উপমা পেল এসএসসি৷  লেডি ম্যাকবেথের পর কমিশন-কে একেবারে বাল্মীকির সঙ্গে তুলনা করল কলকাতা হাই কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, রত্নাকর যদি বাল্মীকি হতে পারেন, তাহলে কমিশন নিজেদের পরিবর্তন করতে পারবে না কেন? 

আরও পড়ুন- জামিনের আবেদন করাই হয়নি, আবার জেল হেফাজতে অনুব্রত

শুক্রবার হাই কোর্টের একক বেঞ্চে ছিল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি৷  সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘‘দেশের পুরাণ বলছে দস্যু রত্নাকরই একদিন বাল্মীকি হয়ে উঠেছিলেন৷ তিনি যদি পারেন...। এখন স্কুল সার্ভিস কমিশন যদি নিজেদের পরিবর্তন করে... এটা তো ভাল লক্ষণ। অসুবিধা কোথায়?’’

প্রসঙ্গত, এর আগে কমিশনকে লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা করেছিলেন হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে গ্রুপ ডি মামলার শুনানির চলাকালীন বিচারপতি তালুকদারের মন্তব্য ছিল, ‘‘কমিশনের অবস্থা তো লেডি ম্যাকবেথের মতো!’’ যদিও সেই সময় এই মন্তব্যের বিশদ ব্যাখ্যা করেননি বিচারপতি। তবে এটা অনেকেরই জানা যে, উইলিয়াম শেক্সপিয়রের রচিত ‘ম্যাকবেথ’-নাটকের ওই চরিত্রটি  অপরাধবোধ থেকে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগে আত্মঘাতী হয়।

এদিন স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় ৯৫২ জন শিক্ষক-শিক্ষিকার আইনজীবী আদালতে সওয়াল করেন, ‘‘নিজেরা সুপারিশ করলেও এখন সব এজলাসে গিয়ে সাধু সাজছে স্কুল সার্ভিস কমিশন। নিজেদের সব দোষ ধুয়ে তাদের যুধিষ্ঠির প্রমাণ করতে চাইছে, যেন তাদের কোনও ভুলই হয়নি। অথচ সমস্তটাই এসএসসি-র ভুলের জন্যে হয়েছে।’’ 

Around The Web

Trending News

You May like