হিরণের অভিযোগ শুনে দেবকে নোটিস হাই কোর্টের, ইভিএম-সহ যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ

কলকাতা:  বিজেপি  প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে নোটিস পাঠাল কলকাতা হাই কোর্ট৷ ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ…

dev hiran

কলকাতা:  বিজেপি  প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে নোটিস পাঠাল কলকাতা হাই কোর্ট৷ ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিরণ৷ শুক্রবার ছিল সেই মামলার শুনানি৷ বিচারপতি বিভাস পট্টনায়কের নির্দেশ, সমস্ত কাগজপত্র সহ-ঘাটাল কেন্দ্রে ভোটের বৈদ্যুতিন নথি ও ভিডিয়ো ফুটেজ সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে। আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাশাপাশি কোচবিহার, বসিরহাট, ডায়মন্ড হারবার এবং আরামবাগ লোকসভা কেন্দ্রেও কারচুপির অভিযোগ উঠেছে৷ মামলা হয়েছে হাই কোর্টে। ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।