কলকাতা: করোনা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে আগেই অভিযোগ তুলেছিল বিরোধীরা৷ এবার রাজ্যের দেওয়া করোনা সংক্রান্ত তথ্যে অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট৷
করোনার তথ্য গোপন ও পরিকাঠামোর অভাব নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন চিকিৎসক ফুয়াদ হালিম৷ বৃহস্পতিবার প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেয় রাজ্য৷ কিন্তু এই মামলায় রাজ্যের দেওয়া তথ্যে সন্তুষ্ট নয় আদালত৷ বেঞ্চ জানায়, রিপোর্টের তথ্য আরও সুনির্দিষ্ট হতে হবে৷ শুক্রবার ফের এই মামলা শুনবে আদালত৷
রাজ্য সরকার সঠিকভাবে করোনায় মৃতের সংখ্যা ও পরীক্ষার হিসাব জানাচ্ছে না৷ এই মর্মে হাইকোর্টে মামলা করেছিলেন ফুয়াদ হালিমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য৷ তাঁর অভিযোগ, রাজ্যে করোনায় কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে সরকারি হিসাব ঠিক নয়৷ এছাড়াও এখনও পর্যন্ত কতজনের করোনা পরীক্ষা করা হয়েছে, সেই হিসাবেও গরমিল রয়েছে৷ এ রাজ্যে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের গাইডলাইন মানা হচ্ছে না বলেও এর আগে অভিযোগ এনেছিলেন বিকাশ রঞ্জন৷
বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পেশ করা রাজ্যের রিপোর্ট দেখে একেবারেই সন্তুষ্ট নয় আদালত৷ রাজ্যকে আইসিএমআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও তথ্য দিয়ে আবারও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ আগামীকাল ফের মামলার শুনানি হবে৷