কলকাতা: রাজ্যের উচ্চ আদালত বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বড় স্বস্তি দিল। শুক্রবার স্পষ্ট জানান হয়েছে, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করতে পারবে না পুলিশ। এমনই নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬ টি এফআইআরে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: সুন্দরবন নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, হচ্ছে একাধিক স্বাস্থ্যকেন্দ্রও
বিজেপি বিধায়কের বিরুদ্ধে এতগুলি এফআইআরের জেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে গত ২৬ মাসে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর অভিযোগ দায়ের করেছে। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী শাসক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগদান করায় তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে রাজ্য সরকার। তার জন্যই পুলিশ একাধিক মামলা দায়ের করছে তাঁর বিরুদ্ধে। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুলিশ রাজ্যের বিরোধী দলনেতার গতিপ্রকৃতি আটকাতে রাজ্যের হয়েই কাজ করছে তা বলার অপেক্ষা রাখে না।
আসলে এর আগে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভবিষ্যতে কোনও এফআইআর করলে হাইকোর্টের অনুমতি নিতে হবে। কিন্তু রাজ্যের পুলিশ তাতে কর্ণপাত করেনি বলেই অভিযোগ উঠেছে। তবে এবার একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে আদালত।