আপৎকালীন বিষয় নয়! শুভেন্দু মামলায় হাইকোর্টেও ধাক্কা রাজ্যের

আপৎকালীন বিষয় নয়! শুভেন্দু মামলায় হাইকোর্টেও ধাক্কা রাজ্যের

71cb30d33cf7a48b19269c5c0e3f8aed

কলকাতা: রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬ টি এফআইআরে স্থগিতাদেশের পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু তাও আসানসোলের মর্মান্তিক ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে নয়া এফআইআর দায়ের করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে শীর্ষ আদালত রাজ্যকে ফের কলকাতা হাইকোর্টে ফিরিয়েছিল এবং ডিভিশন বেঞ্চে যেতে বলেছিল। এই বেঞ্চে রাজ্যের আবেদন মঞ্জুর হলেও আপাতত কোনও লাভ হল না। একই সঙ্গে স্বস্তি পেলেন বিজেপি নেতাও।

আরও পড়ুন: শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ৩, কম্বল বিতরণ করতে গিয়ে দুর্ঘটনা

শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার আবেদন আপৎকালীন বিষয় নয়। তাই তিন সপ্তাহ পিছল এই মামলার শুনানি। এরপর নির্দিষ্ট বেঞ্চে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ আপাতত বহাল। বিজেপি বিধায়কের বিরুদ্ধ মামলা করা যাবে না এই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে রাজ্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। মামলা দায়ের করেন আইনজীবী আবু সোহেল ও রাজ্য। এদিকে শুভেন্দু অধিকারীর এই রক্ষাকবচ নিয়ে হাইকোর্টের এক বিচারপতিকেই নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসানসোলের ঘটনার দায় যে তিনিও এড়াতে পারেন না, এই মন্তব্য করেছেন তিনি।

ঠিক কী হয়েছিল আসানসোলের ওই অনুষ্ঠানে? প্রাথমিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুভেন্দু অধিকারী মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরেই শুরু হয়ে যায় চরম বিশৃঙ্খলা। কম্বল নেওয়ার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিল। সেই হুড়োহুড়িতে তিন জন পায়ের চাপে মারা যান। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে ৪ জন। দাবি করা হচ্ছে, এই অনুষ্ঠানের কোনও পুলিশি অনুমতি ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *