কলকাতা: বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এবার বাজি পোড়ানো নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, জনবহুল জায়গা, পথে-ঘাটে কোনও ভাবেই পোড়ানো যাবে না বাজি।
বৃহত্তর মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি,এবং স্থানীয় থানা গুলিকেও পাঠানো হয়েছে বলে আদালতে জানান হয়েছে। এদিকে, রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে কালীপূজোর দিন রাত ৮ টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল আগেই। যা এই মামলার অনেক আগেই জাতীয় পরিবেশ আদালত এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বলে জানিয়েছেন আইনজীবী নয়ন চাঁদ বিহানি।
অন্যদিকে, বাজি ব্যবসায়ীদের পক্ষের আইনজীবী সৃজিব চক্রবর্তী আদালতে অভিযোগ করেন, বাজি পোড়ানোর বিরুদ্ধে মামলাকারী রোশনি আলী সুপ্রিম কোর্টের অবমাননা করেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে ধরণের আপত্তিকর মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে জনস্বার্থের জন্য তিনি মামলা করেননি। নিজের পরিচয় বাড়ানোর জন্যই এটা করেছেন। আগামী ৬ সপ্তাহে পর মামলার শুনানি নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ।