কালিয়াগঞ্জ তদন্তে সিট গঠন হাইকোর্টের, দলে আছেন আইপিএস দময়ন্তীও

কলকাতা: কালিয়াগঞ্জের ঘটনায় বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছে, আদালতের নজরদারিতে তদন্ত হবে এবং সেই তদন্ত করবে সিট। এও জানান হয়েছে, সিট যদি প্রয়োজন মনে করে তাহলেই মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্ত হবে। কিন্তু কারা আছেন এই সিটে? জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস রয়েছেন এই তদন্তকারী দলে।
কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে শুরু থেকেই উত্তাল হয়েছিল রাজ্য। প্রবল চাপে পড়ে রাজ্য সরকার এবং তাদের পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়ানো থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া সবই হয়েছে। পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ আসে। তাই এই সময়ে দাঁড়িয়ে সিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে আদালত। যদিও সিটে প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তকে নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে রাজ্য। তাদের আর্জি অন্য কোনও অফিসারকে যাতে তাঁর জায়গায় আনা হয়। কিন্তু আপাতত সেই দাবি মেনে নেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতির বক্তব্য, যেভাবেই হোক সত্যি সামনে আসা দরকার।
আসলে কালিয়াগঞ্জের ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবার এবং এলাকাবাসী দাবি করেছে। কিন্তু পুলিশের রিপোর্ট বলছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী। এতেই চরম উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া পুলিশ নৃশংসভাবে দেহ টেনে নিয়ে গিয়েছে এমনও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে, যা নিয়ে খোদ মন্তব্য করেন বিচারপতিও। তাই পুলিশের কাজে স্বাভাবিকভাবেই যে আদালত অসন্তুষ্ট তা বলাই বাহুল্য। তবে পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।