বিজেপি নেতা সব্যসাচীকে ১০০০০ টাকা জরিমান করল হাইকোর্ট

বিজেপি নেতা সব্যসাচীকে ১০০০০ টাকা জরিমান করল হাইকোর্ট

c465b37b868178b0d264e1105acd635a

কলকাতা: মামলা দায়ের করতে গিয়ে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ আদালতের সময় নষ্ট করার দায়ে বিজেপি নেতার নামে মোটা টাকার জরিমানা উচ্চ আদালতের৷ 

আদালত সূত্রে খবর, আজ কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য মামলা দায়ের করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো সব্যসাচী দত্ত৷ মামলার গুরুত্ব দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশন করেন বিচারপতি৷ কেন জুরুরি ভিত্তিতে শুনানির আবেদন? আদালতে সময় নষ্ট করার অভিযোগে বিধাননগরের প্রাক্তন মেয়রকে ১০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের৷

জানা গিয়েছে, সব্যসাচী মেয়র থাকাকালীন ৪টি বেআইনি নির্মাণ বন্ধের নোটিশ দেন৷ কিন্তু, সেই নোটিস উপেক্ষা করে এখনও চলছে সেই কাজ৷ এই কাজ রুখতে আদালতে যান সব্যসাচী৷ জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানান সব্যসাচী৷ মামলার গুরুত্ব বুঝে মামলাকারীর বিরুদ্ধে ক্ষুব্ধ হন বিচারপতি৷ আদালতের সময় নষ্ট করার অভিযোগে জরিমানা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *