কলকাতা: কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের আবেদন খারিজ করে দিল আদালত৷ আদালত তদন্তে হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হল৷ তদন্ত চালিয়ে যাবে সিবিআই৷ প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে সিবিআই তদন্ত খারিজের দাবি জানিয়ে আবেদন করেছিলেন বিনয় মিশ্র৷ এদিন সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট৷ পাশাপাশি আদালতে তাঁর ভার্চুয়াল হাজিরার আর্জিও খারিজ হয়ে গিয়েছে৷
গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক৷ বর্তমানে তাঁর ঠিকানা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর৷ এদিকে গরু পাচারকাণ্ডে তদন্তে নেমে একটি ডায়েরির হদিশ পেয়েছেন সিবিআই অফিসাররা৷ সিবিআই-র এএসজির বক্তব্য, এটি একটি বৃহৎ ষড়যন্ত্র৷ গরুপাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত ইমানুল বিএসএফ কমান্ডান্ট মনোজ সানাকে টাকা পাঠাত। সেখান থেকে তাঁর অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয় মিশ্রের হাতে। অপরাধীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতেন বিনয়। পুলিশ, প্রশাসনকে হাতের মুঠোয় রেখেছিল তাঁরা৷
দিন কয়েক আগে রাসবিহারীতে বিনয় মিশ্রের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা৷ কিন্তু সেখানে গিয়ে বিনয়ের বাবা তেজবাহাদুর মিশ্র ও মা ললিতা মিশ্রের দেখা পাননি তাঁরা৷ তাই বাড়ির দেওয়ালেই নোটিশ টাঙিয়ে দেন তদন্তকারী অফিসাররা৷ সিবিআই-এর সামনে হাজিরা দেওয়া নিয়েও শর্ত রেখেছেন বিনয়। ভার্চুয়াল মাধ্যমে গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার কথা জানান তিনি৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তাঁর সেই শর্ত মানতে রাজি হননি। সিবিআই-এর বক্তব্যকে সমর্থন করে আদালতও৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সিবিআই তদন্তে আদালত কোনও হস্তক্ষেপ করবে না৷