কলকাতা: ২০১৭ সালে টেলিভিশনে একটি লাইভ টক শো চলাকালীন তৃণমূল সাংসদ মহুয়া মিত্রকে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ সেই মন্তব্যের বিরুদ্ধে আলিপুর থানায় এফআইআর দায়ের দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ৷ বুধবার মহুয়া মিত্রের করা সেই এফআইআর খারিজ করে দিল আলিপুর আদালত৷ কোর্টের বিচারক জানিয়েছেন যে ধারায় মামলা দেওয়া হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে তা খারিজ করা হল। আদালতের এই রায়ে অনেকটাই স্বস্তি পেলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এমনটাই মনে করা হচ্ছে। আদালতের রায় শোনার পর বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ‘সত্যের জয় হয়েছে৷’
প্রসঙ্গত, ২০১৭ সালে টেলিভিশনে একটি টক শো চলাকালীন তৃণমূল সাংসদ মহুয়া মিত্রকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয় বলেছিলেন, ‘‘মহুয়া তুমি কি মহুয়া খেয়ে আছ?’’ মন্ত্রীর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরের দিনই আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে এফআইআর করেন মহুয়া মিত্র। পুলিস ৫০৯ ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। গ্রেফতারি এড়াতে বাবুল আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে সাংসেদের মামলা শোনার জন্য পৃথক বেঞ্চ তৈরি হয়। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর এফআইআর খারিজ করে দিল আলিপুর আদালত। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷
রাজ্যে একুশের ভোটকে পাখির চোখ করে অস্ত্রে শান দিচ্ছে গেরুয়া শিবির। পুজোর আগেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই পরিস্থিতিতে আদালতের এই রায় বিজেপি সাংসদ বাবুল সু্প্রিয়কে অনেকটাই স্বস্তি দিয়েছে বলে মনে করা হচ্ছে৷ তাইতো আদালতের এই রায়ের পরই সত্যের জয় হয়েছে বলে প্রতিক্রিয়া দেন বাবুল সুপ্রিয়৷