PAC মামলায় অসুস্থতার তত্ত্ব উড়িয়ে মুকুলের আবেদন খারিজ করল হাইকোর্ট

PAC মামলায় অসুস্থতার তত্ত্ব উড়িয়ে মুকুলের আবেদন খারিজ করল হাইকোর্ট

কলকাতা:  পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ সংক্রান্ত মামলায় মুকুল রায়ের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট৷ অসুস্থতার কারণ দর্শিয়ে শুনানি স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি৷ সেই তত্ত্ব খারিজ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আর সময় দেওয়া যাবে না৷ আগামী ১০ সেপ্টেম্বর মামলার শুনানি হবে৷ 

আরও পড়ুন- আটকে শিক্ষকের পেনশন, শিক্ষা সংসদের আধিকারিকদের বেতন বন্ধেু নির্দেশ হাইকোর্টের

পিএসি-র চেয়ারম্যান পদে মুকুল রায়ের নিয়োগের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল ভারতীয় জনতা পার্টি৷ বুধবার ছিল সেই মামলার শুনানি৷ তবে আজ আদালতে উপস্থিত ছিলেন না মুকুল রায়৷ তার হয়ে আদালতে আবেদন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ তিনি আদালতকে জানান, মুকুল রায় অসুস্থ৷ তাঁকে আরও তিন সপ্তাহ সময় দেওয়া হোক৷ কিন্তু এর পরিপ্রেক্ষিতে মামলাকারী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের পাল্টা দাবি, উনি অসুস্থ হওয়া সত্ত্বেও সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন৷ অথচ আদালতে হাজিরা দেওয়ার সময় অসুস্থতার তত্ত্ব দিচ্ছেন৷ এই যুক্তি গ্রহণ করা যায় না৷ 

আরও পড়ুন- ‘পাপ বিদায় হয়েছে’, কাকে ইঙ্গিত করে একথা বললেন রাহুল?

এর পরেই কিশোর দত্ত বলেন, আদালতের কাছে বেশি সময় চাওয়া হচ্ছে না৷ মাত্র তিন সপ্তাহ সময় চাওয়া হয়েছে৷ এই আবেদন মঞ্জুর করা হোক৷ কিন্তু আদালত তাতে সম্মতি দেয়নি৷ উল্লেখ্য, মুকুলকে পিএসি-র চেয়ারম্যান করা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিরোধী শিবিরের দ্বন্দ্ব বেধেছে৷ মুকুল রায় খাতায় কলমে এখনও বিজেপি বিধায়ক৷ কিন্তু তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ যার জেরেই এই বিবাদ৷ এমনকী বিধানসভার অধ্যক্ষের কাছে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদনও জানিয়েছে বিজেপি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *