১০৫ জনের তালিকা প্রকাশ করতে পারল না পর্ষদ, কড়া নির্দেশ হাইকোর্টের

১০৫ জনের তালিকা প্রকাশ করতে পারল না পর্ষদ, কড়া নির্দেশ হাইকোর্টের

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ মামলায় আদালতের দেওয়া এক নির্দেশ মানতে ব্যর্থ হল পর্ষদ। যদিও তাদের অন্য দিন দেওয়া হয়েছে সেই কাজ করার জন্য। কিন্তু সেদিনও যদি পর্ষদ ব্যর্থ হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট। এমনটাই স্পষ্ট জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী ছিল সেই নির্দেশ?

আরও পড়ুন- কোনও সংশয় নেই, OMR সিট প্রকাশে চাকরির ভাগ্য খুলল ১৫ জনের

আসলে ১০৫ জন মামলাকারীর বিভাজন সহ নম্বর তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবার সেই তালিকা আদালতে জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি পর্ষদ। তাই আগামী ২৪ তারিখ সেই তালিকা জমা দিতে হবে তাদের, এমনই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে পর্ষদ সেদিনও কোনও বক্তব্য জানাতে না পারে আদালত উপযুক্ত নির্দেশ দেবে। এতএব আপাতত পর্ষদের হাতে তালিকা প্রকাশের জন্য কিছুদিন সময় থাকল।