Aajbikel

প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI সিটের মাথা বদল, বাঙালি আধিকারিককে দায়িত্ব দিল হাই কোর্ট

 | 
হাইকোর্ট সিবিআই

 কলকাতা: প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিটের মাথা থেকে ধরমবীর সিংকে সরিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তাঁর বদলে দায়িত্ব সঁপা হল বাঙালি সিবিআই অফিসার কল্যাণ ভট্টাচার্যের হাতে।


কলকাতা হাই কোর্টের নির্দেশেই এই মামলায় তদন্তে সিট গঠন করেছিল সিবিআই৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীনই সিটের সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন সিবিআই আধিকারিক ধরমবীর। তিনি মেয়ার শেষের আগেই সিবিআইয়ের চাকরি থেকে অবসর নিতে চান বলেও আদালতে জানিয়েছিলেন। আদালত শীঘ্রই তাঁকে অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছিল৷ সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল,প্রাথমিকের তদন্তে  কোনও বাঙালি অফিসারকে সিটের মাথায় আনা হোক। এতদিন বিষয়টি বিচারাধীন ছিল।


তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা সরে বিচারপতি সিংহের বেঞ্চে৷ এর পর বিচারপতি সিংহের এজলাসেও প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিবিআইয়ের সিটের মাথা থেকে সরার আর্জি জানিয়ে আবেদন করেন ধরমবীর। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ধরমবীর স্বেচ্ছাবসর নিতে আগ্রহী। তাই তিনি অব্যাহতি চাইছেন৷ এর পরই কলকাতা হাই কোর্টের বিচারপতি সিংহ তাঁকে সিবিআই সিটের মাথা থেকে সরিয়ে দিলেন। দায়িত্ব দিলেন কল্যাণ ভট্টাচার্যকে।
 

Around The Web

Trending News

You May like