DI-কে সশরীরে হাজিরা হতে হবে, গ্রুপ ডি মামলায় এল নির্দেশ

DI-কে সশরীরে হাজিরা হতে হবে, গ্রুপ ডি মামলায় এল নির্দেশ

2a3599e6746146f36b2d51a6d6c63603

কলকাতা: গ্রুপ ডি মামলায় হাওড়ার ডিআই’কে সশরীরে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে পুলিশের সাহায্য নিয়েই তাঁকে আদালতে হাজির করতে হবে, এমন মন্তব্য করেন তিনি। আসলে মামলার সংক্রান্ত এক রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আদালতের দেওয়া সময় পেরিয়ে গেলেও সেই রিপোর্ট জমা পড়েনি। তাই এই তলব।

আরও পড়ুন- গরীবের টাকা মারবেন না, কেন্দ্রকে নিশানা করে ফের সরব মমতা

বীরভূম এবং হাওড়া, এই দুটি জেলায় কোন চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বীরভূম জেলার ডিআই রিপোর্ট দিলেও হাওড়ার ডিআই রিপোর্ট দেননি। তাই জন্য তাঁকে এদিন জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। গত ১৩ জানুয়ারি এই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। নিয়োগ ইস্যুতে স্কুল সার্ভিস কমিশনের কাছে কত জন চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, তা জানতে চেয়েছিল হাইকোর্ট। পর্ষদ জানায়, ৪ হাজার ৫৫০ জনের নাম সুপারিশ করা হয়েছিল। বিচারপতির প্রশ্ন ছিল, তাদের মধ্যে কতজন কাজে যোগদান করেছিলেন। পর্ষদ জানায়, ৩ হাজার ৮৪৮ চাকরিতে যোগদান করেছিল বিভিন্ন জেলায়।