মেধাদের ক্ষেত্রে নীরব কেন? ফের হাইকোর্টের প্রশ্নের মুখে SSC

মেধাদের ক্ষেত্রে নীরব কেন? ফের হাইকোর্টের প্রশ্নের মুখে SSC

কলকাতা: এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই বেশ কয়েক মাস হল তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর তদন্তভার নিয়ে তারা একাধিক গ্রেফতারিও করেছে। এদিকে বহু শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, অনেক শিক্ষকের চাকরি বাতিলের পথে। তবে মেধা তালিকার ওপরে থাকা প্রার্থীদের কী অবস্থা? তা নিয়ে কতটা চিন্তিত এসএসসি? জানতে চায় আদালত। 

আরও পড়ুন- ‘রামকৃষ্ণের নাম শুনেছেন? অভিযুক্তদের গুরু কে? খুঁজে বার করুন’, CBI-কে বিচারক

মেধাদের ক্ষেত্রে নীরব কেন এসএসসি? তারা কেন নিজেদের অবস্থান স্পষ্ট করছে না? এদিন এমনই প্রশ্ন করলেন বিচারপতি অনিরুদ্ধ রায়। পাশাপাশি তাঁর নির্দেশ, এসএসসির মেধা তালিকায় ওপরের দিকে থাকা চাকরিপ্রার্থীদের বিষয়ে তাদের অবস্থান কী, তা আগামী ২৩ মার্চের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে এসএসসি’কে। আগামী ৩০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। এদিনের শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ রায়, এসএসসি’র কাছে জানতে চান, কম নম্বরপ্রাপ্ত কাউকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয়ে থাকে তাহলে, যে যোগ্য চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান কী।