কলকাতা: বিজেপি-র রথযাত্রায় নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের প্রতি ক্ষুব্ধ হল হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে বিজেপি পক্ষের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, ‘রথযাত্রা ৪১ দিন ধরে চলবে। ডিজি, আইজি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি।’ এর উত্তরে এজি কিশোর দত্ত বলেন, ‘ভারতীয় জনতা পার্টির তরফে দেওয়া চিঠিতে তারা ঠিক কী চাইছে তা স্পষ্ট নয়। কে কবে আসবে, কত লোক হবে তাও পরিষ্কার নয়।’ বিচারপতি বিষয়টি আলোচনার মাধ্যমে ঠিক করে নিতে বললে উত্তরে এজি বলেন, ‘এতদিনের ব্যপার একদিনে ঠিক করে নেওয়া সম্ভব নয়।’ এরপরই বিচারপতি ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বলেন, এই ধরণের রাজনৈতিক সমস্যা মেটানোর জন্য কোর্ট বসে নেই। এমনকি রথযাত্রায় নিরাপত্তার কী ব্যবস্থা করছে রাজ্য সরকার তাও হাইকোর্টে জানাতে বলেন তিনি।
বিজেপির রথযাত্রার মামলায় সরকারের প্রতি ক্ষুব্ধ হাইকোর্ট
কলকাতা: বিজেপি-র রথযাত্রায় নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের প্রতি ক্ষুব্ধ হল হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে বিজেপি পক্ষের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, ‘রথযাত্রা ৪১ দিন ধরে চলবে। ডিজি, আইজি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি।’ এর উত্তরে এজি কিশোর দত্ত বলেন, ‘ভারতীয় জনতা পার্টির তরফে দেওয়া চিঠিতে তারা ঠিক কী