নজরে ২০ ‘শিক্ষক’, নিয়োগ মামলায় ফের হাইকোর্টের প্রশ্নের মুখে SSC

নজরে ২০ ‘শিক্ষক’, নিয়োগ মামলায় ফের হাইকোর্টের প্রশ্নের মুখে SSC

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলা যেদিন থেকে শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে একাধিকবার পড়েছে স্কুল সার্ভিস কমিশন। আসলে তাদের বিরুদ্ধে পরপর অভিযোগও এসেছে। এবার আরও একবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে তারা। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে আদালতে। হাইকোর্টের নজরে চলে এসেছে ২০ জন শিক্ষকও। 

নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের আতশকাচে ২০ জন শিক্ষক। প্রত্যেককে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। আসলে ২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে ভৌত বিজ্ঞান, বাংলা ,ভূগোল, ইংরেজি, এডুকেশন সহ একাধিক বিষয় শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। ২০১৮ সালে জুন মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই নিয়োগ নিয়েই একাধিক প্রশ্ন। অভিযোগ উঠেছে, অনেকেই নম্বর কম পেয়ে এবং মেধা তালিকায় নীচে থেকেও চাকরি পেয়েছেন। আর এখনও তাদের চাকরি বহাল আছে। ২০১৬ সালের এসএলএসটি পরীক্ষা নিয়ে চাকরিপ্রার্থী স্বাগতা বিশ্বাস ,বিশ্বজিৎ দেবনাথ, মৌসুমী মণ্ডল সহ ১২ জন এমন অভিযোগ করেছেন আদালতে। তাদের বক্তব্য, যারা চাকরি পেয়েছেন তাদের প্রাপ্ত নম্বর কম ছিল এবং মেধা তালিকার অনেক নীচে ছিল তারা। তা সত্ত্বেও তারা নিয়োগপত্র নিয়ে এখনও শিক্ষকতার চাকরি করছেন। আর তাদের নম্বর বেশি থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। এই জায়গাতেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ।