কল্যাণময়ের জামিন মামলায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট

কল্যাণময়ের জামিন মামলায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সিবিআই-এর কৌঁসুলিদের কাছে বারবার প্রশ্ন করেও সঠিক জবাব না পেয়ে এদিন বিচারপতি বাগচী বলেন, ‘‘আপনারা বিচারপতির ( অভিজিৎ গঙ্গোপাধ্যায়) কাছে যান। তিনি আপনাদের বুঝিয়ে দেবেন। আপনারা কিছুই করছেন না। আপনাদের তদন্তকারী অফিসাররা কোথায়?  এই ব্যাক্তির কী ভূমিকা রয়েছে এই মামলায়? এসএসসি আমাকে সুপারিশ পাঠালে আমি কি করে সেটা নিয়ে প্রশ্ন তুলব?’’

তিনি আরও বসেন, ‘‘আপনারা নিজেরা আগে একটু বুঝুন। আমরা খুব দুঃখিত, এমন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে বলে।’’ প্রসঙ্গত, বুধবার বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ তিনিও কল্যাণময়ের মামলাতেই অভিযুক্ত। বিচারপতি বাগচী বলেন, গতকাল আমরা একটা জামিনের মামলা খারিজ করেছি। তাঁর সঙ্গে আজকের মামলার যোগ আছে কি না, জানতে চাই৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, সিবিআই আইনজীবীদের কাছ থেকে সঠিক জবাব পাওয়া যাচ্ছে না।

বিচারপতির আরও বলেন, “তদন্তকারী অফিসারের সঙ্গে দয়া করে বসুন। বিষয়টি বোঝার চেষ্টা করুন। বুধবারের মামলার সঙ্গে এই মামলার সংযোগ কী, সেটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা চায় আদালত। সব কিছু এক ভাবে ধরলে হয় না।”  আগামী ৪ঠা জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।