ব্রেকিং: জঙ্গলমহলে হাই অ্যালার্ট! বড় হামলার আশঙ্কা

ব্রেকিং: জঙ্গলমহলে হাই অ্যালার্ট! বড় হামলার আশঙ্কা

কলকাতা: আজ নববর্ষ। রাজ্যবাসী আনন্দের মুডে। কিন্তু আজকের দিনেই চলে এল হাই অ্যালার্ট। জঙ্গলমহলে বড়সড় হামলা হতে পারে। তাই ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ১৫ দিনের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, এই ১৫ দিনের জন্য জঙ্গলমহলে মাওবাদী অধ্যুষিত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন- নববর্ষের আগে কালীঘাটে মমতা, সকলকে দিলেন ভালো থাকার বার্তা

কেন্দ্রীয় গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পেরেছেন, এই ১৫ দিনের মধ্যে এই অঞ্চলগুলিতে হামলার আশঙ্কা রয়েছে। বড় ধরণের কোনও হামলা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি সেখানে যাদের পোস্টিং আছে সেই সব পুলিশদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। আর যারা ইতিমধ্যেই ছুটিতে রয়েছেন তাদের দ্রুত নিজেদের থানায় রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আসলে গত ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে সাড়া মিলেছিল জঙ্গলমহলে। তারপরেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। তারাই এখন জানতে পেরেছেন যে, জঙ্গলমহলে যে সমস্ত থানা, সেনা ক্যাম্প রয়েছে সেখানেই নতুন করে হামলা চালানো হতে পারে। তাই আগে থেকে সতর্ক হয়ে থাকতে চাইছেন তারা।  

কিছুদিন আগে থেকে এই সমস্ত এলাকায় মাওবাদী তৎপরতা বাড়তে লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টার, এমনকি ল্যান্ড মাইন। তাই আশঙ্কা, মাওবাদীরা আবার আগের মতো সক্রিয় হয়ে উঠেছে। আর ৮ এপ্রিলের বনধ যে ছবি সামনে এনেছে তাতে আতঙ্ক আরও বাড়ছে। তাই আগামী দুই সপ্তাহের জন্য সতর্কতা জারি করাই শ্রেয় বলে মনে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =