বরানগর: শেষ বেলার প্রচারে বিজেপির রোড শোকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল বরানগর জুড়ে। বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পর্ণো মিত্রের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একইসঙ্গে অভিযোগ যে তাঁকে হেনস্থা করা হয়েছে! অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তাদের বক্তব্য প্রথমে হামলা চালিয়েছে বিজেপি। এই প্রেক্ষিতে থানার অবস্থান বিক্ষোভ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়। তিনি আরো অভিযোগ করেছে যে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিজেপি প্রার্থী জানাচ্ছেন, শান্তিপূর্ণ মিছিলে হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা এবং মহিলাদের মারধর করা হয়েছে। একই সঙ্গে তাঁকে হেনস্থা করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে ফলাফলের দিন দেখে নেওয়া হবে। এর পরেই এই ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেন বিজেপির নেতা এবং কর্মীরা, থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে তাদের তরফে। এদিকে আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়ের বক্তব্য, এলাকায় বাইক মিছিলে নিষেধাজ্ঞা থাকলেও বিজেপি বাইক মিছিল করেছে এবং পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সব মিলিয়ে বরানগরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সংঘর্ষে অবরুদ্ধ হয়ে পড়েছে বিটি রোড। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি বুঝে গিয়েছে যে তারা জিততে পারবে না তাই এই ধরনের ঘটনা ঘটিয়ে নাটক করছে। বিজেপির কর্মী এবং সমর্থকদের হামলায় তৃণমূলের মহিলা কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ জানানো হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে।
গোটা বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় জানাচ্ছেন, প্রথম দিন থেকে বিজেপি এখানে প্ররোচনা দেওয়ার কাজ করে চলেছে এবং এমন এক দিনও হয়নি যেদিন বাইক মিছিল হয়নি এলাকায়। এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ করছেন তিনি। তাপস রায়ের প্রত্যক্ষ অভিযোগ বিজেপি প্রার্থী পর্ণো মিত্র এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। এছাড়াও তিনি জানাচ্ছেন যে এলাকার অনেক বিজেপি কর্মী ক্রমাগত প্ররোচনামূলক কথাবার্তা বলে যাচ্ছেন সব জায়গায়। বিজেপির বহিরাগতরা এসে এখানে এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যাতে যে কোনো সময় অশান্তি লেগে যায়। পুলিশের বিরুদ্ধেও তাঁর অভিযোগ যে সবকিছু জানার পরেও এবং একাধিকবার অভিযোগ পাবার পরেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।