Aajbikel

আগুন নিয়ন্ত্রণে এবার হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা রাজ্যের

 | 
fire

মালদা: কোথাও আগুন লাগলে তা নিয়ন্ত্রণে এবারে হেলিকপ্টার ব্যবহার করা হবে। হেলিকপ্টারে করে উপর থেকে জল ফেলে নিয়ন্ত্রণে আনা যাবে আগুনকে। এই নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার।

মালদা সহ সারা রাজ্যের যে কোন জেলায় কোনও ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে তা নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার থেকে জল ছেটানো যায় কিনা তা নিয়ে শুরু হল প্রস্তুতি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই তথ্য সামনে আনলেন দমকল বিভাগের মালদা ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন। তিনি বলেন, ‘‘এবার থেকে অগ্নি সংযোগের ক্ষেত্রে হেলিকপ্টারের ব্যবহার নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি৷ পরীক্ষামূলকভাবে শীঘ্রই তা ব্যবহার করা হবে৷’’

আরও পড়ুন- রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ব্যবসায় শিল্পার ভূমিকা কী? উত্তর খুঁজছে মুম্বই পুলিশ

তিনি আরও জানিয়েছেন, জেলায় আরও দুটি ফায়ার স্টেশন নির্মাণেরও চিন্তাভাবনা চলছে। পর্যাপ্ত জমি পাওয়া গেলেই গাজোল ও কালিয়াচকে নতুন ফায়ার স্টেশন নির্মাণ করবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর। আগুন নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে আরও একাধিক ব্যবস্থা। তবে আগুনে ক্ষয়ক্ষতি এড়াতে তিনি মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই আবেদন জানিয়েছেন ব্যবসায়ী এবং প্রোমোটারদের কাছেও।

Around The Web

Trending News

You May like