কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। আর তার জেরেই চলতি সপ্তাহে শেষের দিকে ফের ভাসতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ফের বৃষ্টিপাত শুরু হতে পারে, এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে।
জানা যাচ্ছে, রাজ্যের সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ অর্থাৎ বুঝবার কোথাও ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে খবর। এছাড়াও নিম্নচাপের কারণে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও বৃষ্টিপাতের সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা। ফলে বজ্রপাতের সময় স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
এদিকে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ার কারণে ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে সতর্কতা।। জানা যাচ্ছে শুক্র এবং শনিবার যেহেতু রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে তাই এই দুদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।