ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, মৌসুমির দোসর নয়া ঘূর্ণাবর্ত

ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, মৌসুমির দোসর নয়া ঘূর্ণাবর্ত

কলকাতা: ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা৷ মৌসুমি বাতাসের সঙ্গে এবার জুড়তে চলেছে ঘূর্ণাবর্ত৷ একদিকে মৌসুমি বায়ু, অন্যদিকে ঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে উপর নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বাসু৷ আর তার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে আগামী দিন তিনেক৷

হওয়া অফিস সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার দক্ষিণ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে৷ নিম্নচাপ বলয়ে মধ্যে রয়েছে রাজ্য৷ একদিনে নিম্নচাপ, অন্যদিকে মৌসুমি বায়ুর সক্রিয়তা, বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচা৷ আর তার প্রভাবে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা বেড়ে যেতে পারে৷ বৃষ্টি বাড়লেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷

আবহাওয়া এই পূর্বভাব মিলতেই সাগরে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ তাঁদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাব রয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টায় গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =