কলকাতা: উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জন্য বাংলায় বর্ষার শক্তি বৃদ্ধি হতে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। তার অভিমুখ হবে ওড়িশা উপকূল। সুতরাং বঙ্গে যে বৃষ্টি বাড়তে পারে তার প্রবল সম্ভাবনা। সেই প্রেক্ষিতে আগামী শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলায় বৃষ্টি হবে। তবে শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরের একাধিক জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ক’দিন। সপ্তাহান্তে ওড়িশা, ঝাড়খণ্ড সহ মেঘালয়, মণিপুর, মিজোরামের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহে দেশের একাধিক রাজ্য সাক্ষী থাকতে পারে ভারী বর্ষণের।
ফি বছর বর্ষার মরশুমে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়। সেই সব নিম্নচাপের প্রভাবে শুধু দক্ষিণবঙ্গই নয়, দেশের মধ্য ও দক্ষিণ অংশের কিছু অংশেও বৃষ্টি হয়৷ কিছুদিন আগে পর্যন্ত এমন সম্ভাবনা দেখা যায়নি। তবে আপাতত ভালোরকম বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু গরম তাতে কমবে কিনা, এটাই লাখ টাকার প্রশ্ন।