Aajbikel

সকাল থেকেই আকাশ গোমরা, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, দিনভর চলবে বৃষ্টি

 | 
বৃষ্টি

কলকাতা: সকাল থেকেই মুখ ভার আকাশের। রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারাদিনই বৃষ্টি ঝরবে। কোথাও কোথাও মুষলধারে  বৃষ্টি হবে৷ টানা বৃষ্টিতে জলমগ্ন হতে পারে শহরের পথঘাট।

শনিবার থেকেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ তার জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস৷ সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হওয়ায় নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের৷ শহরে বৃষ্টির জেরে যানজটের আশঙ্কাও তৈরি হয়েছে। তীব্র যানজটের জেরে সমস্যায় পড়তে হচ্ছে অফিসযাত্রীদের। লাগাতার বৃষ্টিতে নীচু এলাকাগুলে জলমগ্ন হতে পারে বলেও মনে করা হচ্ছে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নাবর্তের জেরে চলতি বছরে এই প্রথম গভীর নিম্নচাপের তৈরি হতে চলেছে। এর জেরে আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টি হবে৷ প্রসঙ্গত, বর্ষা এলেও চলতি বছরে ভারী বৃষ্টি পায়নি রাজ্যের মানুষ৷ গত অগাস্ট মাসে যা বৃষ্টি হয়েছে, তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম৷  অল্পস্বল্প বৃষ্টি হলেও ভ্যাপসা যেন কাটাছেই না৷ তবে নিম্নচাপের ফলে বৃষ্টি হলে কিছুটা হলেও স্বস্তি মিলবে গরমের হাত থেকে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ 

Around The Web

Trending News

You May like