কলকাতা: শনিবার থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে তার আভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। সেই ইঙ্গিত মিলেও গিয়েছে। কিন্তু এখনই পুরোপুরি স্বস্তি পাবে না বঙ্গবাসী। কারণ কোনও জায়গাতেই ভারী বর্ষণ হবে না। এই কথা স্পষ্ট করে দিয়েছে হাওয়া মহল। তবে এটাও বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে মোটামুটি সেটাই শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা দেরিতে ঢুকেছে এবং আপাতত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি না হওয়ায় তা পূর্ণ মাত্রায় সক্রিয় হয়নি। সেই কারণেই এখনই ভারী বর্ষণের দেখা মিলবে না বাংলায়। হাওয়া অফিস এও জানিয়েছে, চলতি বছর বৃষ্টির প্রচুর ঘাটতি থাকবে। যদিও এখন যা বৃষ্টি হবে তার জন্য তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এর ফলে যে তীব্র গরমের জ্বালায় জ্বলছিল বঙ্গবাসী তা থেকে তারা মুক্তি পাবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমে ৩২ ডিগ্রির নীচেও নেমে আসতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাত থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। শনিবারের সকাল থেকেও আকাশের মুখ ভার। পূর্বাভাস, এদিন মূলত আকাশ মেঘলাই থাকবে এবং প্রায় সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহর এবং শহরতলির বিভিন্ন অংশে। বেশিরভাগ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বেশ কয়েকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।