ফের বাংলার আকাশে বড় দুর্যোগ! উত্তরের ৫ জেলায় লাল সর্তকতা

ফের বাংলার আকাশে বড় দুর্যোগ! উত্তরের ৫ জেলায় লাল সর্তকতা

কলকাতা: একদিকে চলছে করোনা মহামারী, অন্যদিকে এক মাস পেরিয়ে যাওয়ার পর এখনও দগদগে ঘূর্ণিঝড় আমপানের ক্ষত৷ জোড়া বিপদ কাটিয়ে ওঠার আগে এবার উত্তরবঙ্গের আকাশে নতুন করে তৈরি হয়েছে দুর্যোগ৷ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে৷ রয়েছে বন্যার আশঙ্কা৷

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলিছে৷ দার্জিলিং সহ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিবৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলেছে বলে৷ অতি বৃষ্টিপাতের আশঙ্কা থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সর্তকতা জারি হয়েছে৷ বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আর তাতেই গোটা উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে৷

গত দু’দিন থেকে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের৷ বিভিন্ন জায়গায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে৷ আগামী দু’দিন এমনই পরিস্থিতি থাকবে হাওয়া অফিস সূত্রে খবর৷ কিন্তু, কেন এমন পরিস্থিতি? হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী বায়ুর অক্ষরেখা উত্তরবঙ্গের উপরে বিস্তৃত রয়েছে৷ ফলে,  উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে৷ এবং আগামী দু’দিন জারি থাকবে একই পরিস্থিতি৷ যার ফলে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে৷ আর তাতেই শুরু হয়েছে বন্যার আশঙ্কা৷ ইতিমধ্যেই বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে৷ কোথাও কোথাও হাঁটু সমান জল জমতে শুরু করেছে৷ পাহাড়ের পরিস্থিতি ভয়ঙ্কর৷ধ্বস নামছে৷ 

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে৷ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের কিছু জেলায় বিখ্যাত বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =