কলকাতা: বর্ষাকালে যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এমনটা নয়। কিন্তু হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিলে তা ভারী থেকে অতি ভারী বৃষ্টিরই দিচ্ছে। শনিবারও ঠিক এমনটাই জানানো হল। আবহাওয়া দফতরের আভাস অনুযায়ী, রাজ্যের অন্তত ১০টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলি ছাড়া অন্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ১০ জেলা ছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলাতেও প্রবল বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গাতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি কিছু জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। অন্যদিকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তাছাড়া কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় মাঝারি বৃষ্টি হবে।
ফি বছর বর্ষার মরশুমে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়। সেই সব নিম্নচাপের প্রভাবে শুধু দক্ষিণবঙ্গই নয়, দেশের মধ্য ও দক্ষিণ অংশের কিছু অংশেও বৃষ্টি হয়৷ আপাতত সেই নিম্নচাপ নেই৷ মূলত মৌসুমি অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হচ্ছে। কিন্তু অক্ষরেখা বর্তমান যে অবস্থানে রয়েছে, তাতে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে।