ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যা বলছে হাওয়া অফিস

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যা বলছে হাওয়া অফিস

কলকাতা: বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম যাচ্ছে কই? শেষ কয়েক সপ্তাহ ধরে প্রায় একই হাল বাংলায়। খাতায়-কলমে বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার পর নাগাড়ে বৃষ্টি হওয়ার কথা। কিন্তু তা তো হচ্ছেই না এদিকে যাও বৃষ্টি হচ্ছে তাতে গরম কমছে না। এই আবহেই হাওয়া অফিস কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানানো হয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা আরও ঘনীভূত হবে। সেই কারণেই আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলায়। দুই ২৪ পরগনা ছাড়াও হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ আরও একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টিপাত হবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি আশঙ্কা করা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে কলকাতার তো বটেই অন্যান্য জায়গার একাধিক নিচু এলাকা জলমগ্ন হতে পারে। এছাড়া নদীর জলস্তর বাড়ার আশঙ্কা থাকায় বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে এই বৃষ্টির কারণে তাপমাত্রার কত কী রকমফের হবে সে নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। তাই অনুমান করা হচ্ছে, বৃষ্টি হলে হয়তো কিছু গরম কমবে, কিন্তু বেশিরভাগ সময়ে গুমোট গরম বজায় থাকবে। সেই গরম থেকে আদতে রেহাই মিলবে কিনা তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই বৃষ্টির জন্য কিছুটা স্বস্তি হয়তো পেতে পারে বঙ্গবাসী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + sixteen =