কলকাতা: সপ্তাহের শুরুতেই আচমকা কালবৈশাখী দেখেছিল বঙ্গবাসী। খানিক বৃষ্টি এবং দমকা হাওয়ায় স্বস্তি এসেছিল বটে কিন্তু বজ্রপাতে একাধিক মৃত্যু মন ভারী করেছিল। এদিন ফের একবার কালবৈশাখীর আভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে হাওয়া অফিস কমলা সতর্কতা জারি করার ঘোষণাও করেছে। জানান হয়েছে, এদিন বিকেলের কিছু পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় সন্ধ্যে নামার আগে থেকেই দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এই কারণে। যদিও সব জায়গায় একই রকম গতিবেগে ঝড় বইবে না। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এমনিতেই আগে জানা গিয়েছিল যে, চলতি সপ্তাহে টানা বৃষ্টি হতে পারে। সেই মতোই যেন বর্ষণের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”‘মোখা’র তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশের একাংশ! বিরাট ক্ষতির মুখে মায়ানমার, চলছে মৃত মিছিল!” width=”853″>
তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি হওয়ার কথা রয়েছে। সেখানে অবশ্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানান হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।