Aajbikel

বাংলার কিছু অংশে পরোক্ষ প্রভাবও পড়বে না ঘূর্ণিঝড়ের, বাড়বে তাপমাত্রা

 | 
গরম

কলকাতা: 'মোকা'র পরোক্ষ প্রভাবে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি যে হবে তা আভাস আগেই মিলেছে। কিন্তু আগামী সপ্তাহের শুরু থেকে আবার তাপপ্রবাহ শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। রাজ্যের পশ্চিমাঞ্চলে খানিকটা তাপমাত্রার বৃদ্ধি ঘটবে বলে অনুমান করা হচ্ছে। যদিও রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস মিলেছে এবং এও জানান হয়েছে বৃষ্টি না হলেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। ফলে গুমোট আবহাওয়ার সৃষ্টি হবে। 

স্বাভাবিকভাবেই এই খবরে আশাহত হয়েছে বঙ্গবাসী। কিন্তু একটা আশার খবরও আছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে তাপমাত্রা কিঞ্চিৎ হ্রাস পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে পুরোটাই আপাতত নির্ভর করছে ঘূর্ণিঝড় 'মোকা'র গতিপ্রকৃতির ওপর। ইতিমধ্যেই জানা গিয়েছে, রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উপকূল থেকে অনেকটা দূরের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবও পড়বে না। তাই সেখানে আগামী ক'দিনে বাড়তে পারে গরম। এই কারণেই সোম ও মঙ্গলবার রাজ্যের পশ্চিমাঞ্চল এবং মুর্শিদাবাদে ফের তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে। 

এই মুহূর্তে ঘূর্ণিঝড় পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বাংলাদেশের কক্সবাজার থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মায়ানমারের সিতওয়ে থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। আগেই জানান হয়েছে, ল্যান্ডফল হওয়ার সময়ে তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। 'মোকা' বয়ে যাওয়ার সময় বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালিতে এই ঝড়ের প্রভাব পড়তে পারে। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে। এদিকে বাংলাও আগেভাগে প্রস্তুতি সেরে রেখেছে।   

Around The Web

Trending News

You May like