তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বীরভূম

ফের উত্তপ্ত বীরভূম। এবারের ঘটনাস্থল নানুর বিধানসভা অন্তর্গত বোলপুর লাগোয়া শিঙ্গি গ্রাম। বিবাদের সূত্রপাত চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে। তা রূপ নেয় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজিতে। বাড়ি ভাঙচুর ও নির্বিচারে চলে লুট। জানা গিয়েছে, বোলপুরের শিঙ্গি গ্রামের তৃণমূল কর্মী ফকির মোল্লা ও স্থানীয় নেতা খেলান মোল্লার মধ্যে চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে

d44a6ad170dcb795b1fda0c00e58b88d

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বীরভূম

ফের উত্তপ্ত বীরভূম। এবারের ঘটনাস্থল নানুর বিধানসভা অন্তর্গত বোলপুর লাগোয়া শিঙ্গি গ্রাম। বিবাদের সূত্রপাত চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে। তা রূপ নেয় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজিতে। বাড়ি ভাঙচুর ও নির্বিচারে চলে লুট।

জানা গিয়েছে, বোলপুরের শিঙ্গি গ্রামের তৃণমূল কর্মী ফকির মোল্লা ও স্থানীয় নেতা খেলান মোল্লার মধ্যে চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। এই বিবাদ মেটাতে গ্রামে একটি সভা বসে। জমিতে আল কাটতে কে কতটা জায়গা ছাড়বে এই নিয়ে শুরু হয় বচসা। এই বচসা থেকেই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে লাঠি বাঁশ নিয়ে শুরু হয় সংঘর্ষ। পরে গ্রামের রাস্তায়, দু’পক্ষের কর্মী সমর্থকদের বাড়ির সামনে বোমাবাজিও করা হয়। এমনকি, কয়েকটি বাড়ি ভাঙচুর, লুটপাটেরও অভিযোগ ওঠে। গ্রামের রাস্তায়, বাড়ির উঠানে বোমার সুতলি, মশলা, বোমা মারার দাগ দেখা যায়। ঘটনায় দু’পক্ষের পাঁচজন মাথা ফেটে আহত হন। তাদের বোলপুর মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই উত্তপ্ত পুরো গ্রাম। খবর বোলপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স গ্রামে যায়। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *