নারদ মামলা: আজও হল না জামিন, পরবর্তী শুনানি বুধবার

নারদ মামলা: আজও হল না জামিন, পরবর্তী শুনানি বুধবার

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও  শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি শুরু হলো পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে৷  এদিকে অবশ্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই৷

•     আজকের মতো শুনানি শেষ৷ পরবর্তী শুনানি হবে বুধবার৷ মঙ্গলবার ছুটি প্রধান বিচারপতির৷

•     ৪০৭ ধারার মামলায় জামিনের উপর স্থগিতাদেশ দেওয়া যায়, বললেন সিদ্ধার্থ লুথরা৷

•   শুধুমাত্র একটি চিঠির নির্ভর করে জামিনের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন, অভিযুক্তদের কথা শোনা হয়নি৷ 

 •  নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার আগে আমরা (ডিভিশন বেঞ্চ) রায়ের সম্পূর্ণ কপি দেখে  নিয়েছি৷ বললেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিনদাল

 •   ১৭ই মে নিম্ন আদালতে মামলার শুনানি চলাকালীন রাজ্যের কোনও নেতা মন্ত্রী আদলত কক্ষের ভেতরে উপস্থিত ছিলেন না। তারা আদলতের বাইরে ছিলেন৷ কারণ তাঁদের সহকর্মীদের গ্রেফতার করেছিল সিবিআই। ফলে সিবিআই যে  প্রভাব খাটানোর অভিযোগ করেছে তা সম্পূর্ন ভিত্তিহীন৷ দাবি  অভিষেক মনু সিংভির

 •   Crpc এর ৪০৭ নম্বর ধারায় বিস্তৃত ক্ষমতা রয়েছে। তার কাজ শুধু নিম্ন আদালতের জামিন খারিজ করা কিনা সেটা নিয়েও বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। আপনারা শুধু সেদিন ঘটনাক্রম ব্যাখ্যা করে আদালতে এসেছিলেন। সিবিআই-এর উদ্দেশে   বিচারপতি সৌমেন সেন ৷

 •   আপনারা কি বলতে চাইছেন নিম্ন আদালতের রায়ের কপি না দেখেই ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল? অভিষেক মনু সিংভিকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের

 •  দীর্ঘ সময় ধরে মামলার তদন্ত করছেন?  তদন্তের শেষ পর্যায় আপনারা চার্জশিট জমা দেওয়ার দিন গ্রেফতার করলেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে। আপনারাতো তাদের জামিনের বিরোধিতা করতেই বেশি ব্যস্ত হয়ে উঠেছেন৷ কেন? 

 •   আপনারা মামলার তদন্ত অন্য রাজ্যে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিলেন। তাহলে চার অভিযুক্ত কেন জামিনে মুক্তি পেতে পারে না? সলিসিটর জেনারেল তুষার মেহেতা কে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের

•  সিবিআই বিশেষ আদালতে জামিনের পর হাইকোর্টে জামিনের স্থগিতাদেশ দিলেও আমাদের কথা শোনা হয়নি, বিস্ফোরক অভিযোগ অভিষেক মনু সিংভির

•  গত ১৭ই মে সোমবার সিবিআই বিশেষ আদালতে  ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় জামিন পেলেও হাইকোর্টে তাঁরা জামিনে মুক্তি পেলেন না। আজ তাঁরা জামিন পাবেন কিনা সেটাই বড় ইস্যু, বললেন অভিষেক মনু সিংভি

•  সিবিআই অফিসের নিরাপত্তা প্রশ্নে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানালেন, সিবিআই তাদের অফিসারদের এস্কট করে আদলতের নিয়ে গিয়েছেন। ভার্চুয়াল শুনানিতে CBI এর ইচ্ছেতেই হয়েছে৷

•   নিম্ন আদালতের মামলাটি কী অবস্থায় রয়েছে? আপনারা ঠিক কী চাইছেন? ৪ অভিযুক্তদের জামিন মামলা আমরা শুনব? প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের

•   আমরা জানিয়েছিলাম মামলা এখানে নিয়ে আসা হোক, বললেন তুষার মেহেতা

•   সোমবার আপনারাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের মন্ত্রিসভার সদস্যরা সিবিআই তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, আদলতের হস্তক্ষেপ দাবি জানিয়েছিলেন?? সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের

•    রবিবার সিবিআই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন। সোমবার সকালে সুপ্রিম কোর্টে নতুন করে কিছু জানিয়েছেন? তুষার মেহেতাকে প্রশ্ন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের

•   নিজাম প্যালেসে সিবিআই দফতরে এত মানুষের একসঙ্গে জমায়েত হয়েছিল যে তদন্তকারি আধিকারিকরা ভয় পেয়ে গিয়েছিলেন। সেই কারণেই সংবিধানের ৪০৭নম্বর ধারা অনুযায়ী আমরা মামলাটি অন্য রাজ্যে স্থানাতরিত করার আবেদন জানিয়েছিলাম৷ তুষার মেহেতা৷

•    মামলার কেস ডায়েরি সিবিআই আদালতে হাজির করতে পারেনি, বললেন তুষার মেহেতা

•    সিবিআই অফিসের সামনে মানুষের ভিড়। অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়াও সম্ভব হয়নি৷ তাঁদের সিবিআই অফিসে বসিয়েই ভার্চুয়াল মামলার শুনানি করতে হয়েছে৷ 

•   CBI এর মামলার শুনানির ওপর মুলতুবি রাখার আবেদন খারিজ করল বৃহত্তর বেঞ্চ। মামলার শুনানি চলবে বলে জানালো বৃহত্তর বেঞ্চের বিচারপতিগণ

•  ঘূর্ণিঝড় যশ এরাজ্যে আছড়ে পড়তে পারে, প্রযুক্তিগত সমস্যা হতে পারে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি গ্রহণ শুরু হয়নি। আগামী বুধবার মামলার শুনানির জন্য প্রযুক্তিগত সমস্যার কারণে মামলার শুনানি নাও হতে পারে। তাহলে আজ অসুবিধে কোথায়? সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে প্রশ্ন বিচারপতির ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের৷

•  এই মামলার কপিই রাজ্য সরকারের হাতে এসে পৌঁছায়নি। তাই আমি অনুরোধ করব এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহেতা কোন মন্তব্য করাই উচিত হবে না, আদালতকে বলেন AG কিশোর দত্ত

•   রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যে অভিযোগ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা তা সঠিক নয়, বললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয়ঘটকও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা নিয়ে রাজ্যের হাই কোর্টের উপর অস্থাই রাখতে পারছেন না কেন?

•  আভিযোগ গুরুত্বপূর্ণ বলেই শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে। তবে বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি হলে আমাদের কোন আপত্তি নেই, জানালেন  তুষার মেহতা৷

•   সুপ্রিমআভিযোগ গুরুত্বপূর্ণ বলেই শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে। তবে বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি হলে আমাদের কোন আপত্তি নেই, জানালেন  তুষার মেহতা৷ কোর্টে মামলার গ্রহণ করা হয়নি। এখন যদি মামলার শুনানি গ্রহণ করা হয়, তাহলে কি আপনাদের অধিকার খর্ব হবে? সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে  প্রশ্ন করেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়

•    CBI যা ইচ্ছে করে যাচ্ছে৷ এমন চলতে থাকলে দৃষ্টান্ত হয়ে থাকবে, বললেন অভিষেক মনু সিংভি৷

•  গত ১৭ই মে রাজ্যের দুই মন্ত্রী একজন বিধায়ক ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রী গোষ্ঠীর সদস্যরা যে ভাবে প্রভাব খাটিয়েছেন তাতে তদন্তকারি আধিকারিকরা এরাজ্যে সুরক্ষিত নয়৷ এ রাজ্যে মামলার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ নেই, পাল্টা দাবি তুষার মেহেতার৷

•    রাজ্যের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী একজন বিধায়ক ও শোভন চট্টোপাধ্যায় গৃহবন্দি রয়েছেন। আমার আবেদন, মামলাটি যদি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় তাহলে রাজ্যের মানুষের কাছে ভালো হবে। কারন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আমার এই আবেদন৷ বললেন অভিষেক মনু সিংভি৷ 

•     আমাদের কথা শোনা হোক,  বৃহত্তর বেঞ্চে আবেদন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
•    এখানে সিবিআই ভুক্তভোগী নয়! এখানে আমরা ভুক্তভোগী। তাই মামলার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করেছে CBI৷ আদালতকে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
•    এদিকে মামলার কপি হাতে পাইনি বলে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

•    এত তাড়াহুড়ো করার কি সত্যি কোনও প্রয়োজন ছিল? দীর্ঘ সময় ধরে মামলার তদন্ত করেছে সিবিআই। এমন কোন পরিবেশ বা পরিস্থিতি তৈরি হল যে রাতারাতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে হল? প্রশ্ন বিচারপতি ট্যান্ডনের৷

•    বৃহত্তর বেঞ্চের সদস্য বিচারপতি হরিশ ট্যান্ডন তুষার মেহেতাকে জানেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর ডিভিশন বেঞ্চে মামলা শুনানি নির্দেশ দেওয়া স্বতেও কেন আপনাদের শীর্ষ আদালতে আবেদন করতে হল? তুষার মেহেতা কে প্রশ্ন আদালতের৷
 

•   বৃহত্তর বেঞ্চের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে মামলা করার বিষয়টি রেজিস্টার জেনারেলকে অবগত করা হয়েছে বলে জানালেন সিবিআই-এর আইনজীবী তুষার মেহেতা৷

•   গত শুক্রবার প্রধান বিচারপতি ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রায়ের মতবিরোধ এবং গৃহবন্দী এই দুটি বিষয় নিয়ে সুপ্রীম কোর্টের দ্বারস্থ৷ 
   
•   কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহেতা বৃহত্তর বেঞ্চে জানালেন আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দুটি বিষয় নিয়ে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *