শুভেন্দু ও মুকুল রায়কে কেন নারদ মামলায় অন্তর্ভুক্ত করা হল না? প্রশ্ন হাইকোর্টের

শুভেন্দু ও মুকুল রায়কে কেন নারদ মামলায় অন্তর্ভুক্ত করা হল না? প্রশ্ন হাইকোর্টের

 

কলকাতা: কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি শুরু৷ দুপুর ২টোর সময় শুরু হয় শুননি৷ উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে সিবিআই৷ চার হেভিওয়েটের জামিনের পাশাপাশি এদিন নারদ মামলা বাইরের রাজ্যে স্থানান্তর করার আবেদন জানাতে পারে সিবিআই৷  

আরও পড়ুন- ভাষার গেরোয় অভাবের সংসারে ‘অতিথি’ নিরাপত্তারক্ষী, ফাঁপড়ে BJP বিধায়ক

এদিন শুনানির শুরুতেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত গৃহবন্দি চার হেভিওয়েট নেতামন্ত্রীর হয়ে সাবমিশন করেন৷ সেই সঙ্গে বৃহত্তর বেঞ্চে সুপ্রিম কোর্টের রায় ব্যাখ্যা করছেন তিনি৷ উল্লেখ্য, সিবিআই-এর তরফে সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করা হয়েছিল৷ সোমবার হাইকোর্টে প্রায় আড়াই ঘণ্টা শুনানির পর সেই দিনের মতো শুনানি স্থগিত হয়ে যায়৷  মঙ্গলবার সিবিআই-এর তরফে যে পিটিশন করা হয়েছিল তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হয়৷ সুপ্রিম কোর্টে শুনানি প্রক্রিয়া শেষে সিবিআই-এর তরফে যে মামলার পিটিশন করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেয়৷ সুপ্রিম কোর্ট জানায়, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই নারদ মামলার পরবর্তী শুনানি হবে৷ এই মামলায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণও ব্যাখ্যা করে৷ সেই বিষয়টি  অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চকে ব্যাখ্যা করছেন৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মতানৈক্যের জন্যই এই বৃহত্তর বেঞ্চ তৈরি করা হয়৷ সেই সঙ্গে চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি করার নির্দেশ দেয় হাইকোর্ট৷

* নারদ মামলার শুনানি শেষ। আগামিকাল শুক্রবার বেলা ১২টায় মামলার পরবর্তী শুনানি৷ 

* বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে কেন এই মামলায় অন্তর্ভুক্ত করা হলো না? তিনি বিজেপি করেন বলেই কি তাদের মামলায় রাখা হলো না? সলিসিটার জেনারেল তুষার মেহেতাকে প্রশ্ন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

* মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ,ফিরহাদ হাকিম ,সুব্রত মুখোপাধ্যায়ের জামিনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার দু সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনার আবেদন মামলার শুনানি শেষ করতেই হবে। তাই আমার আবেদন (রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত) মামলা স্থানাতরিত সংক্রান্ত শুনানি পরে শোনা যেতে পারে

* সিবিআই তদন্তের শেষ পর্যায় এসে চার্জশিট দাখিল করবেন বলে আগেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। তা হলে সেদিনই কেন গ্রেফতারের প্রয়োজন হল? যদি গ্রেফতারে করার ছিল তাহলে আগে করলেন না কেন? তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন৷ বললেন,  সিদ্ধার্থ লুথরা

* মামলা আরও ৪-৫ দিন চলতে পারে। ততদিন তাদের হেফাজতে থাকতে হবে, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

* গতকাল যশের জন্য ফিরহাদ হাকিম কাজ করতে পারেননি। এতে মানুষের সমস্যা হয়েছে৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

* গত ১৭ই মে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। তার পর থেকে আজ পর্যন্ত একবার হাইকোর্টে একবার সুপ্রিম কোর্টে ছুটে বেড়াচ্ছেন আপানারা৷ যার খেসারত দিচ্ছেন এঁরা সকলে। কারনণ সিবিআই বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল ১৪দিনের জেল হেফাজতের। যার ১১দিন এই ভাবেই কেটে গেল৷  আদালতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

* এখানে চারটে পুনর্বিবেচনার আবেদন আছে জামিনের ওপর স্থগিতাদেশ নিয়ে। আপনারা মামলা স্থানান্তর নিয়ে আবেদন করেছেন। আপনি মানুষের কথা বলছেন। তাদের সঙ্গে মামলার কি সামঞ্জস্যতা আছে? তুষার মেহেতাকে প্রশ্ন বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের৷

* বেআইনি ভাবে সিবিআই ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। যাঁর কোনও আইনেরই সঠিক ব্যাখ্যা দিতেই পারছেন না। তারা তো মামলা স্থানাতর করতেই আবেদন জানাবেনই৷  তাহলে কেন তাঁদের আটকে রাখা হয়েছে। দীর্ঘ শুনানির শেষে বিচারক অনুপম মুখোপাধ্যায় জামিন মঞ্জুর করেছিলেন। সংবিধানের ৪৩৯  ধারায় জামিন মঞ্জুর করেছেন৷ বললেন অভিষেক মনু সিঙ্ঘভি৷ 

* বহু হাই প্রোফাইল মামলায় মানুষের আবেগ কান্না জড়িয়ে থাকে। তাতে  বিচারক প্রভাবিত হয়েছেন তা প্রমাণ করতে হবে। তা নাহলে আপনাদের উদাহরণ বিপরীতে যেতে পারে, বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়

* এখানে চারটে পুনর্বিবেচার আবেদন আছে জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে। আপনারা (পড়ুন সিবিআই) মামলা স্থানান্তর নিয়ে আবেদন করেছেন৷ আপনি মানুষের কথা বলছেন৷ তাদের সঙ্গে মামলার কি সামঞ্জস্যতা আছে? তুষার মেহেতাকে প্রশ্ন বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের৷

* যদি ধরা হয়, আইন মেনে গ্রেফতার হয়নি, তাও জামিন প্রক্রিয়ায় যে হুমকির মধ্যে দিয়ে চলছে, সেটা নিয়ে বিচার ব্যাবস্থার ওপর মানুষের বিরূপ প্রতিক্রিয়া পড়বে না? প্রশ্ন তুষার মেহেতার!

* বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব খাটিয়েছে? তার কোন প্রমাণ যদি দিতে না পারেন, তাহলে আমরা কী করতে পারি? প্রশ্ন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের৷

* দেশের যে কোনও জায়গায় যে কোন সেলিব্রিটি যদি গ্রেফতার হন, তাহলে তাঁর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হবে৷ অনুগামীরা তাঁরা যদি কোনও ক্ষোভ-বিক্ষোভ দেখায় তাহলে কী বলবেন, তাঁরা প্রভাবশালী? বিচারব্যবস্থার উপর প্রভাব খাটাবেন? সলিসিটার জেনারেল তুষার মেহেতাকে প্রশ্ন বিচারপতি হরিশ ট্যান্ডনের!  

* জামিন খারিজের বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু সিবিআই যে ফর্মুলায় জামিনের বিরোধিতা করেছে তার কোনও আইনি ব্যাখ্যা নেই৷ বললেন অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷

* জনগণকে নিয়ে বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করা হয়েছে৷ আদালত এই বিষয়ে পদক্ষেপ না নিলে আগামী দিনে দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা হারাবে মানুষ৷ বললেন সিবিআই পক্ষের আইনজীবী  তুষার মেহেতা৷

* বৃহত্তর বেঞ্চে চলা নারদ মামলায় রাজ্য সরকারকে অন্তর্ভুক্ত করার আবেদন করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সেই আবেদন মঞ্জুর করলেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷

* সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল সিবিআই। সেটা খারিজ হয়ে গিয়েছে৷ বিচারপতিদের দৃষ্টি আকর্ষণে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ 

* আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামগ্রিক পরিস্থিতি জানান৷

* ঘূর্ণঝড় যশ নিয়ে উদ্বেগ প্রকাশ বৃহত্তর বেঞ্চের বিচারপতিদের৷ রাজ্যে যশ পরিস্থিতি নিয়ে খোঁজ নেন হাইকোর্টের ভার প্রাপ্তপ্রধান বিচারপতি রাজেশ বিন্দল সহ বৃহত্তর বেঞ্চের বিচারপতি গণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =